মার্কিন বিদেশ সচিব: হিলারের গেলেন, কেরি এলেন

আমেরিকা যুক্তরাষ্ট্রের বিদেশ সচিবের পদে হিলারি ক্লিনটনের স্থলাভিষিক্ত হলেন সেনেটর জন কেরি। চার বছরের মেয়াদ শেষ হওয়ার পর হিলারির পরিবর্তে নিয়ে আসা হল কেরিকে। এদিন দুপুরে প্রেসিডেন্ট বারাক ওবামার কাছে নিজের পদত্যাগপত্র পাঠিয়ে দেন হিলারি। আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করার পর হিলারি রডহ্যাম ক্লিন্টনের গলায় ধরা পড়ল আবেগ। বললেন, "আমি খুব খুশি। আমার দেশ দুনিয়ার নেতৃত্ব দিয়ে ভালকে প্রতিষ্ঠা করার চেষ্টা চালিয়ে যাচ্ছে, যে কাজের প্রত্যক্ষ শরিক হতে পেরে আমি গর্বিত"।

Updated By: Feb 2, 2013, 08:17 PM IST

আমেরিকা যুক্তরাষ্ট্রের বিদেশ সচিবের পদে হিলারি ক্লিনটনের স্থলাভিষিক্ত হলেন সেনেটর জন কেরি। চার বছরের মেয়াদ শেষ হওয়ার পর হিলারির পরিবর্তে নিয়ে আসা হল কেরিকে। এদিন দুপুরে প্রেসিডেন্ট বারাক ওবামার কাছে নিজের পদত্যাগপত্র পাঠিয়ে দেন হিলারি। আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করার পর হিলারি রডহ্যাম ক্লিন্টনের গলায় ধরা পড়ল আবেগ। বললেন, "আমি খুব খুশি। আমার দেশ দুনিয়ার নেতৃত্ব দিয়ে ভালকে প্রতিষ্ঠা করার চেষ্টা চালিয়ে যাচ্ছে, যে কাজের প্রত্যক্ষ শরিক হতে পেরে আমি গর্বিত"।
একই সঙ্গে বললেন, বিগত চার বছর প্রায় ৭০ হাজার জনের বিভাগের নেতৃত্ব দিতে পেরে তিনি গর্বিত। অবসর নেওয়ার পর এবার তাহলে কী করবেন? উত্তরে ৬৫ বছরের হিলারি জবাব, স্মৃতিকথা লেখার পরিকল্পনা আছে। একইসঙ্গে রাজনীতিতে মহিলাদের ভূমিকা প্রসারের জন্যও তিনি কাজ চালিয়ে যাবেন বলে জানিয়েছেন হিলারি। অন্যদিকে দায়িত্ব নেওয়ার জন কেরি বলেছেন, দেশের ভাবমূর্তি গোটা বিশ্বের কাছে আরও উজ্জ্বল করাই তাঁর লক্ষ্য। এর আগে কেরি সেনেট থেকে ইস্তফা দেন।

.