মার্কিন মুলুকে 'আব কি বার বাইডেন সরকার', হারলেন ট্রাম্প
ভোটগণনা চলাকালীনই নিজেকে জয়ী বলে ঘোষণা করেছিলেন ডোনাল্ড ট্রাম্প।
নিজস্ব প্রতিবেদন: আনুষ্ঠানিক ঘোষণা এখনও হয়নি। তবে পেনসিলভেনিয়ার ভোটগণনা শেষ। পরবর্তী মার্কিন প্রেসিডেন্ট হচ্ছে জো বাইডেন। মার্কিন সংবাদমাধ্যম ও বিবিসি-র দাবি, পেনসিলভেনিয়ায় টানটান লড়াইয়ের শেষে ডোনাল্ড ট্রাম্পকে মাত দিয়েছেন বাইডেন।
হোয়াইট হাউসের নতুন বাসিন্দা হতে চলেছে জো বাইডেন। মার্কিন সংবাদমাধ্যম ও বিবিসি-র দাবি, পেনসিলভেনিয়ায় ২৭০ ইলেকটোরাল কলেজ পেয়ে গিয়েছেন বাইডেন। এখনও পর্যন্ত আনুষ্ঠানিক ঘোষণা অবশ্য হয়নি। পেনসিলভেনিয়া ভোটগণনা শেষ হয়ে গিয়েছে। সেখান থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে মার্কিন সংবাদমাধ্যমের দাবি, বাইডেনের জয় নিশ্চিত। এরপরই মার্কিন ভোটারদের ধন্যবাদ জানিয়েছেন জো বাইডেন। টুইটারে লিখেছেন, ''আমেরিকা, আমাদের মহান দেশকে নেতৃত্ব দেওয়ার জন্য আমায় নির্বাচিত করেছেন। অত্যন্ত সম্মানিত বোধ করছি। সামনে কঠিন পথ। আপনাদের প্রতিশ্রুতি দিচ্ছি, আমাকে যাঁরা ভোট দিয়েছেন বা দেননি, আমি সকল মার্কিন নাগরিকেরই প্রেসিডেন্ট হয়ে উঠব। আপনাদের বিশ্বাসের মর্যাদা দেব।''
America, I’m honored that you have chosen me to lead our great country.
The work ahead of us will be hard, but I promise you this: I will be a President for all Americans — whether you voted for me or not.
I will keep the faith that you have placed in me. pic.twitter.com/moA9qhmjn8
— Joe Biden (@JoeBiden) November 7, 2020
ভোটগণনা চলাকালীনই নিজেকে জয়ী বলে ঘোষণা করেছিলেন ডোনাল্ড ট্রাম্প। নির্বাচনে কারচুপিরও অভিযোগ করেছেন। যদিও সেই অভিযোগের সপক্ষে কোনও প্রমাণ দিতে পারেননি। এ দিনও হার স্বীকার করেননি ট্রাম্প। টুইটারে ঘোষণা করেছেন, আমি নির্বাচন জিতে গিয়েছি।
I WON THIS ELECTION, BY A LOT!
— Donald J. Trump (@realDonaldTrump) November 7, 2020
১৯৯০ সালের পর এই প্রথম কোনও মার্কিন প্রেসিডেন্ট দ্বিতীয়বার ক্ষমতায় ফিরছেন না। ওই বছরের পর এবারই প্রথম সর্বাধিক ভোট পড়েছে। বাইডেন এখনও পর্যন্ত পেয়েছেন ৭৩ মিলিয়ন ভোট। এটাই কোনও মার্কিন প্রেসিডেন্টের পাওয়া সর্বোচ্চ ভোট। ডোনাল্ড ট্রাম্প পেয়েছেন ৭০ মিলিয়ন।
#WATCH: People celebrate the victory of Joe Biden on the streets of Washington DC. #USElectionResults2020 pic.twitter.com/sIKt9OxEZh
— ANI (@ANI) November 7, 2020
আরও পড়ুন- 'অস্থির' বাংলাদেশে অভূতপূর্ব উদ্যোগ! রূপান্তরকামীদের জন্য খুলল মাদ্রাসা