বাংলাদেশে ফের বিদেশি খুন, এবার নিশানায় জাপানি নাগরিক

বাংলাদেশে ফের এক বিদেশিকে গুলি করে খুন করল আততায়ীরা। এবার নিশানায় এক জাপানি নাগরিক। শনিবার রঙপুরে হোসি কোনিও নামে ওই ব্যক্তিকে গুলি করা হয়।  রিক্সা করে যাওয়ার সময় দুষ্কৃতীরা খুব কাছ থেকে গুলি করে তাঁকে। আততায়ীরা মুখ ঢেকে মোটর বাইকে করে এসেছিল বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। হাসপাতালে নিয়ে গেলে তাঁকে মৃত ঘোষণা করেন চিকিত্‍সকেরা।

Updated By: Oct 4, 2015, 09:21 AM IST
বাংলাদেশে ফের বিদেশি খুন, এবার নিশানায় জাপানি নাগরিক

ওয়েব ডেস্ক: বাংলাদেশে ফের এক বিদেশিকে গুলি করে খুন করল আততায়ীরা। এবার নিশানায় এক জাপানি নাগরিক। শনিবার রঙপুরে হোসি কোনিও নামে ওই ব্যক্তিকে গুলি করা হয়।  রিক্সা করে যাওয়ার সময় দুষ্কৃতীরা খুব কাছ থেকে গুলি করে তাঁকে। আততায়ীরা মুখ ঢেকে মোটর বাইকে করে এসেছিল বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। হাসপাতালে নিয়ে গেলে তাঁকে মৃত ঘোষণা করেন চিকিত্‍সকেরা।

রঙপুরে বিভিন্ন সেবামূলক কাজের সঙ্গে যুক্ত ছিলেন হোসি কোনিও। গত সোমবার ঢাকার গুলশন বাজারের কাছে গুলি করে খুন করা হয় ইতালীয় নাগরিক চেজারে তেভেল্লাকে। আইসিস ওই খুনের দায় স্বীকার করেছে বলে দাবি উঠলেও তা মানতে রাজি হয়নি বাংলাদেশ সরকার।  এবারে এক সপ্তাহের মধ্যেই আরও এক বিদেশি খুন ঢাকার অস্বস্তি আরও বাড়িয়ে দিল।

.