ছেলের পানাহারের জন্য জবাবদিহি জাপানের প্রধানমন্ত্রীর

একজনের নৈশভোজের বিলই ছিল ৭৪ হাজার ইয়েন বা প্রায় ৭০০ মার্কিন ডলার!

Updated By: Feb 26, 2021, 05:19 PM IST
ছেলের পানাহারের জন্য জবাবদিহি জাপানের প্রধানমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদন: ছেলের কাণ্ডে বিপাকে জাপানের প্রধানমন্ত্রী। এর জেরে তাঁকে জবাবদিহিও করতে হল।  

করোনাভাইরাস টিকা কর্মসূচি, নুয়ে-পড়া অর্থনীতি ইত্যাদি নানা বিষয়ে বিব্রত হয়েই আছে জাপান (Japan) সরকার। এই অবস্থায় ছেলের কৃত কর্মের জেরে সে দেশের প্রধানমন্ত্রী সুগা ইয়োশিহিদেকে (Japanese Prime Minister Suga Yoshihide) রীতিমতো জবাবাদিহি করতে হল। নিজের পরিবারের সদস্যের দুর্নীতি প্রকাশ হওয়ায় যথেষ্ট বিপাকেই পড়লেন ইয়োশিহিদে। প্রধানমন্ত্রীর বড় ছেলে সুগা সেইগো (prime minister’s eldest son, Suga Seigo)একটি নৈশভোজ দিয়েছিলেন। যা নিয়ে অনিয়ম ও নীতিহীনতার অভিযোগ উঠেছে। সূত্রের খবর অনুযায়ী, ওই নৈশভোজে মোট ৩৭ জন উপস্থিত ছিলেন। বিপুল খরচ করেন তিনি। সেইগোর পানাহারে একজনের নৈশভোজের বিলই ছিল ৭৪ হাজার ইয়েন বা প্রায় ৭০০ মার্কিন ডলার!

আরও পড়ুন: আসছে হিলারি ক্লিন্টনের উপন্যাস State of Terror

কেন এত প্রশ্ন উঠছে?

সেইগো টেলিভিশন অনুষ্ঠানের নির্মাতা ও উপগ্রহ সম্প্রচার চালায় এমন একটি কোম্পানিতে চাকরি করেন। এসব কোম্পানির লাইসেন্স সাধারণত জাপানের যোগাযোগ মন্ত্রণালয় থেকেই দেওয়া হয়। সেইগোর বিরুদ্ধে অভিযোগ, ওই মন্ত্রণালয়ের চার ঊর্ধ্বতন কর্মকর্তা তাঁর সঙ্গে টোকিওর এক রেস্তোরাঁয় পানাহার করেন। জাপানে মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের ব্যবসাসংক্রান্ত স্বার্থে জড়িত থাকা বা কোনও বেসরকারি কোম্পানির কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ রাখাকে স্বার্থের সংঘাত বা 'কনফ্লিক্ট অব ইন্টারেস্ট' (Conflict of interest) হিসেবে গণ্য করা হয়। ২০০০ সালে এ দেশে এ সংক্রান্ত একটি আইনও আনা হয় (The National Public Service Ethics Law)। এর জেরেই সঙ্কটে পড়েছেন প্রধানমন্ত্রী। 

আরও পড়ুন: আমেরিকার কোভিডে মৃতদের প্রতি শ্রদ্ধাজ্ঞাপন বাইডেনের

.