Vaccination সম্পূর্ণ হলে মাস্ক নয় আমেরিকায়, Biden এর টুইটে নেতিবাচক প্রভাবের আশঙ্কা

'আমেরিকার জন্য আজ বিশেষ দিন, দীর্ঘ লড়াইয়ে পর শান্তি', টুইট বাইডেনের

Updated By: May 14, 2021, 10:01 AM IST
Vaccination সম্পূর্ণ হলে মাস্ক নয় আমেরিকায়, Biden এর টুইটে নেতিবাচক প্রভাবের আশঙ্কা

নিজস্ব প্রতিবেদন: টিকাকরণ সম্পূর্ণ হলে আর মাস্ক পরতে হবে না আমেরিকাবাসীদের। করোনার বিরুদ্ধে কার্যত জয় ঘোষণা করে দিলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন (Joe Biden)। মহামারী নিয়ন্ত্রণ ও রোধ (Center for Diseas Control and Prevention - CDC) সংস্থার পক্ষ থেকে নতুন গাইডলাইন জারি করে বলা হয়েছে, করোনার টিকা সম্পূর্ণ নেওয়া হয়ে গেলে মাস্ক পরার দরকার নেই। মানতে হবে না সামাজিক দূরত্ববিধিও। কিন্তু যারা এখনও টিকা নেননি, তাঁদের অবশ্যই মাস্ক সহ অন্যান্য ভাইরাস থেকে প্রতিরক্ষার সরঞ্জাম পরতে হবে। শুক্রবার সকালে টুইট করে বাইডেন জানান, 'কোভিডের বিরুদ্ধে দীর্ঘ লড়াইয়ে আজ আমেরিকার জন্য বিশেষ দিন। সিডিসি জানিয়েছে কোনো ব্যক্তির টিকাকরণ সম্পূর্ণ হয়ে গেলে আর মাস্ক পরতে হবে না (No Masks)। এত পরিশ্রমের পর অবশেষে একটু শান্তি। এখন ভ্যাকসিন পাওয়াও আরও সহজ।'

এদিন হোয়াইট হাউসে (White House) বাইডেন বলেন, 'কিছু ঘণ্টা আগেই সিডিসি ঘোষণা করেছে টিকাকরণ হয়ে গেলে সেই ব্যক্তিকে আর মাস্ক পরতে হবে না। আপনি ঘরে থাকুন বা বাইরে বের হন, সবক্ষেত্রেই  এই নিয়ম প্রযোজ্য। আমার মনে হয় দীর্ঘ লড়াইয়ে এটা একটা বড় মাইলস্টোন। কম সময়ে আমেরিকাবাসীদের টিকাকরণ হওয়ার ফলেই এটা সম্ভবপর হয়েছে।'

 

তবে বাইডেনের এই ঘোষণা ঘিরেও উদ্বেগ প্রকাশ করেছেন নেটিজেনদের একাংশ। স্বয়ং মার্কিন প্রেসিডেন্টের করা এই টুইটের নেতিবাচক প্রভাব ফেলবে বলেও আশঙ্কা করা হচ্ছে। কেউ বলছেন মাত্র ৩৫ শতাংশ মানুষ যেখানে টিকা পেয়েছেন সেই দেশে আগে থেকে এই ঘোষণার ফলে অনেকেই মাস্ক ছাড়া ঘুরতে পারেন। ভারতের পক্ষে কি প্রভাব পড়তে পারে? ক্লিনিক্যাল ট্রায়াল বিশেষজ্ঞ শুভ্রজ্যোতি ভৌমিক জানাচ্ছেন,'আমেরিকায় দ্রুত টিকাকরণ চলছে। জুলাইয়ের মধ্যে তা সম্পূর্ণও হয়ে যাবে। মাস্ক ব্যবহার বন্ধ করেছে ইজরায়েলও। কিন্তু ভারতের ক্ষেত্রে এটা ভাবা ঠিক নয়। ১০ শতাংশ মানুষেরও এখনও টিকাকরণ হয়নি। হয়ে গেলেও যতক্ষণ না প্রায় ৭০ শতাংশ মানুষের হার্ড ইমিউনিটি অর্জিত হচ্ছে ততক্ষণ পর্যন্ত মাস্ক পরতে হবে ও সামাজিক দূরত্ববিধি মেনে চলতে হবে।' 

 

আরও পড়ুন: রাষ্ট্রসঙ্ঘে প্যালেস্তাইনের রকেট হামলার 'বিশেষ নিন্দা' ভারতের

আরও পড়ুন: বিচ্ছেদ তো বিলের সঙ্গে, Foundation-এর সঙ্গে বন্ধুত্ব বরং আরও বাড়াবেন মেলিন্ডা

.