ISIS-এর হাতে পৌঁছানোর আগে আটক ৪ কোটি নিষিদ্ধ ভারতীয় পেইনকিলার!

ভারত থেকে ISIS হাতে পাচার হওয়ার আগে প্রায় ৪ কোটি নিষিদ্ধ পেইনকিলার ওষুধ ধরা পড়ল ইতালি পুলিসের হাতে। ওষুধগুলি ভারতের একটি নামি কোম্পানির তৈরি বলে জানানো হয়েছে। গোটা বিষয়টি নিয়ে তদন্ত শুরু হয়েছে।

Updated By: May 11, 2017, 01:45 PM IST
ISIS-এর হাতে পৌঁছানোর আগে আটক ৪ কোটি নিষিদ্ধ ভারতীয় পেইনকিলার!
ছবিটি প্রতীকী

ওয়েব ডেস্ক : ভারত থেকে ISIS হাতে পাচার হওয়ার আগে প্রায় ৪ কোটি নিষিদ্ধ পেইনকিলার ওষুধ ধরা পড়ল ইতালি পুলিসের হাতে। ওষুধগুলি ভারতের একটি নামি কোম্পানির তৈরি বলে জানানো হয়েছে। গোটা বিষয়টি নিয়ে তদন্ত শুরু হয়েছে।

সংবাদ সংস্থা সূত্রে খবর, ট্র্যামাডল, ক্যাপটাগন সহ একাধিক নিষিদ্ধ ওষুধ ছিল সেই কনসাইনমেন্টে। জেনোয়া বন্দর থেকে ধরা হয় ওষুধগুলো।

আরও পড়ুন- দুর্নীতি-কেচ্ছার শাসনকে গো হারান হারিয়ে দক্ষিণ কোরিয়ার আকাশে মুন

তদন্তে উঠে এসেছে, ২লাখ ৫০ হাজার মিলিয়ন মার্কিন ডলারের এই কনসাইনমেন্টটি ভারতের এক ওষুধ প্রস্তুতকারী সংস্থার পক্ষ থেকে দুবাইয়ের ব্যাবসায়ীকে পাঠানো হয়। আর সেখান থেকে ৭৫ মিলিয়ন মার্কিন ডলারে তা লিবিয়ায় ISIS  অধ্যুষিত এলাকার উদ্দেশ্যে রওনা করা হয়। কনসাইনমেন্টের ওপর লেখা ছিল যুদ্ধবিদ্ধস্ত এলাকার জন্য কম্বল ও শ্যাম্পু। সন্দেহ বাড়ায় গোটা কনসাইনমেন্টটিকে জেনোয়া বন্দরে আটকানো হয়। গ্রেফতার করা হয় সেই জাহাজে থাকা সকলকে।

জানা যায়, ISIS, বোকো হারাম সহ একাধিক জঙ্গিগোষ্ঠী ও ট্র্যামাডল বা ক্যাপটাগনের মত নিষিদ্ধ পেইনকিলার ব্যাবহার করে। জেহাদিদের লড়াই করার সময় খিদে, যন্ত্রণা ও শারীরিক চাপ থেকে দূরে রাখে এই ওষুষগুলি।

এর আগেও গত বছর একই রকমভাবে গ্রিসের পিরেয়াস বন্দর থেকে এরকম একটি কনসাইনমেন্ট আটক করা হয়। সেটিও ভারত থেকেই লিবিয়ার উদ্দেশে যাচ্ছিল বলে খবর।

.