Israel-Palestine Conflict: জামায় লাগানো ইয়েলো স্টার মনে করাচ্ছে হিটলারকে, রাষ্ট্রসংঘে ঝড় তুললেন ইজরায়েলি দূত

গিলাড বলেছিলেন যে তার দাদু-ঠাকুমার মতো, লক্ষ লক্ষ ইহুদিরা একটি ইয়েলো স্টার পরবে। তারপর নিজের আসন থেকে উঠে দাঁড়িয়ে তিনি বলেন ‘আর কখনো নয়’। তিনি বলেন, হলুদ রঙের এই তারা তাঁর জন্য গর্বের বিষয়। শুধু তাই নয়, এই হলুদ রঙের তারাটি আপনাকে মনে করিয়ে দেবে যে ‘এবার তো জেগে উঠুন, যা ঠিক তার সমর্থনে কথা বলুন’। 

Updated By: Nov 1, 2023, 11:53 AM IST
Israel-Palestine Conflict: জামায় লাগানো ইয়েলো স্টার মনে করাচ্ছে হিটলারকে, রাষ্ট্রসংঘে ঝড় তুললেন ইজরায়েলি দূত

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ইজরায়েল ও হামাসের মধ্যে যে যুদ্ধ শুরু হয়েছে তা নিয়ে জরুরি বৈঠক ডেকেছে রাষ্ট্রসংঘ। সেই বৈঠক থেকে বিশেষ কোনও সমাধান উঠে না এলেও একটি ছবি আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে এসেছে। রাষ্ট্রসংঘে ইজরায়েলের রাষ্ট্রদূত, গিলাড ইয়ারডেন, তার কোটের উপর একটি ইয়েলো স্টারের এম্বলেম লাগিয়ে নিজের দেশের প্রতিনিধিত্ব করছিলেন। নিজের বক্তব্য রাখার সময় ইজরায়েলের রাষ্ট্রদূত গিলাড ইয়ার্ডেন বলেন, ‘মনে হচ্ছে আপনাদের মধ্যে কেউ কেউ গত ৮০ বছরেও শিক্ষা নেননি। আপনারা ভুলে গিয়েছেন কী উদ্দেশ্যে এই সংগঠনটি গঠন করা হয়েছিল। অতএব, এই দিন থেকে অর্থাৎ ৩০ অক্টোবর থেকে আপনি আমাকে এই রূপে দেখতে পাবেন এবং ভুল শক্তির বিরুদ্ধে আপনার নীরবতার অর্থ কী তা মনে পড়বে’।

গিলাড কি বলেছে

গিলাড বলেছিলেন যে তার দাদু-ঠাকুমার মতো, লক্ষ লক্ষ ইহুদিরা একটি ইয়েলো স্টার পরবে। তারপর নিজের আসন থেকে উঠে দাঁড়িয়ে তিনি বলেন ‘আর কখনো নয়’। তিনি বলেন, হলুদ রঙের এই তারা তাঁর জন্য গর্বের বিষয়। শুধু তাই নয়, এই হলুদ রঙের তারাটি আপনাকে মনে করিয়ে দেবে যে ‘এবার তো জেগে উঠুন, যা ঠিক তার সমর্থনে কথা বলুন’। এখন প্রশ্ন উঠেছে কেন তিনি গায়ে হলুদ তারা লাগিয়েছেন। কেন তিনি তার দলের সদস্যদের সম্পর্কে বলেন এবং কিভাবে তাদের সম্পর্ক হিটলার এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের সঙ্গে রয়েছে।

আরও পড়ুন: Bangadesh: বিক্ষোভ সামাল দিতে গিয়ে বিপত্তি! কনস্টেবলের 'গুলি'তে আহত ওসি...

হলুদ তারার সঙ্গে হিটলারের সম্পর্ক

ইয়েলো স্টার, ইহুদি, হিটলার এবং হলোকাস্টের নিজস্ব গল্প। হিটলার যখন জার্মানিতে ক্ষমতায় আসেন, তখন ইহুদিরা তার চোখে বিরক্তিকর ছিল। হিটলারের অপছন্দ এতটাই বেড়ে যায় যে তিনি ইহুদিদের উপর অত্যাচার শুরু করেন। তিনি আদেশ দিলেন যে সমস্ত ইহুদীদের হলুদ তারা পরতে হবে। এটি করার পেছনে উদ্দেশ্য ছিল যাতে তাঁদের পরিচয় নিশ্চিত করা যায়। ইহুদিদের প্রতি তার বিদ্বেষ বাড়তে থাকে, যার পরিসমাপ্তি ঘটে গণহত্যায়।

আরও পড়ুন: Japan: বিস্ময়! এবার পৃথিবীর বাইরে, মহাকাশেও সন্তানের জন্ম দিতে পারবে মানুষ?

সেই সময় ইয়েলো স্টার ইহুদিদের অবজ্ঞার প্রতীক হয়ে ওঠে। কিন্তু গিলাড বলেন, ইয়েলো স্টার আমাদের মনে করিয়ে দেয় যে আমাদের সঙ্গে কী আচরণ করা হয়েছিল। যে ইয়েলো স্টাররের মাধ্যমে আমাদের দুর্বল এবং নির্দোষ প্রমাণ করার চেষ্টা করা হয়েছিল, সেটা ব্যবহার করেই আমরা গর্বভরে বিশ্বকে জানাতে চাই যে ইজরায়েলিদের সঙ্গে এখন কেমন আচরণ করা হচ্ছে।

গিলাডের বিরোধিতা অনেকের

গিলাড নিজে যখন ইয়েলো স্টার পরে রাষ্ট্রসংঘের প্ল্যাটফর্মে বক্তৃতা করছিলেন, তখন কিছু ইজরায়েলি সংগঠন তার বিরোধিতা করেছিল। ইজরায়েলি হলোকাস্ট মেমোরিয়াল বিশ্বাস করে যে এটি দেশ এবং এর নাগরিকদের অপমান করা হচ্ছে। এছাড়াও, ইয়াদ ভাশেম মিউজিয়াম, জেরুজালেমের চেয়ারম্যান ড্যানি দায়ান বলেছেন যে ‘ইয়েলো স্টার আমাদের অসহায়ত্বকে নির্দেশ করে, যখন আমরা অন্যদের করুণার পাত্র ছিলাম। দেশের পতাকা সামনে রাখলে ভালো হতো, যা আমাদের ঐক্যের প্রতীক’।

তিনি আরও বলেন, ‘এই ধরনের চিহ্ন ব্যবহার করা থেকে আমাদের দূরে থাকা উচিত। আমরা সেই জনগোষ্ঠী যারা সকল সমস্যা ও প্রতিকূলতাকে দূরে সরিয়ে রেখে অগ্রগতির পথে এগিয়ে যাচ্ছি’।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

 

.