গাজায় ইজরায়েলি হামলায় নিহতের সংখ্যা ২০০ ছাড়াল, এর মধ্যে শিশুই ৬১!

ইজরায়েল ও হামাসের মধ্যে অবিলম্বে অস্ত্রবিরতির আহ্বানসংবলিত একটি যৌথ প্রস্তাব তোলা হয়েছিল।

Updated By: May 18, 2021, 02:47 PM IST
গাজায় ইজরায়েলি হামলায় নিহতের সংখ্যা ২০০ ছাড়াল, এর  মধ্যে শিশুই ৬১!

নিজস্ব প্রতিবেদন: মৃত্যু বাড়ছে। উদ্বিগ্ন আমেরিকা, রাষ্ট্রসঙ্ঘ। উদ্বিগ্ন এমনকী পোপও।

প্যালেস্টাইনের গাজায় ইজরায়েলের (Israel) বিমান হামলায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়াল ২১২ জন। ইজরায়েলি বাহিনীর হামলায় আহত হয়েছেন ১ হাজার ৫০০ জন প্যালেস্টাইনি (Palestinian)।

আরও পড়ুন: ইজরায়েল-প্যালেস্টাইনের যুদ্ধবাজদের উন্মাদ বললেন পোপ

গাজার (Gaza) স্বাস্থ্য মন্ত্রণালয়ের তরফে বলা হয়, নিহতদের মধ্যে ৬১ শিশু ও ৩৬ জন নারী রয়েছেন। গাজায় ইজরায়েলের জঙ্গি বিমান থেকে ফেলা বোমায় শিশু-সহ বেসামরিক লোকজনের প্রাণহানির মধ্যে তৃতীয়বার জরুরি বৈঠকে বসেছিল জাতিসংঘ। সেখানে ইজরায়েল ও হামাসের (Hamas) মধ্যে অবিলম্বে অস্ত্রবিরতির আহ্বানসংবলিত একটি যৌথ প্রস্তাব তোলা হয়েছিল। যুক্তরাষ্ট্র প্রস্তাবটি আটকে দেওয়ায় এবারের বৈঠকও নিষ্ফল হয় বলে জানা গিয়েছে। এর মধ্যে আবার The Organisation of Islamic Cooperation and rights groups-ও Israel-য়ের ঘটানো এই war crime-এর তদন্তের দাবি জানিয়েছে।

আরও পড়ুন: দিব্য আছে বিশ্বের সর্বকনিষ্ঠ করোনাটিকা গ্রহণকারী Enzo

.