কম্যান্ডার হত্যার বদলা নিতেই নিসে ট্রাক হামলা, দায়স্বীকার ISIS-এর

ফ্রান্সের ট্রাক হামলার দায় স্বীকার করল ISIS। বৃহস্পতিবার রাতে নিস শহরে স্বাধীনতা দিবসের অনুষ্ঠান চলাকালীন চুরাশি জনকে পিষে মেরে ফেলে এক জঙ্গি। এই হামলার পরেই ISIS সমর্থকদের সোশ্যাল মিডিয়ায় উল্লাস করতে দেখা যায়। আজ ISIS-এর মুখপত্র আমক-এ পোস্ট করে জঙ্গি সংগঠনটি দাবি করে নিস শহরে ট্রাক হামলা তারাই ঘটিয়েছে।

Updated By: Jul 16, 2016, 05:23 PM IST
কম্যান্ডার হত্যার বদলা নিতেই নিসে ট্রাক হামলা, দায়স্বীকার ISIS-এর

ওয়েব ডেস্ক : ফ্রান্সের ট্রাক হামলার দায় স্বীকার করল ISIS। বৃহস্পতিবার রাতে নিস শহরে স্বাধীনতা দিবসের অনুষ্ঠান চলাকালীন চুরাশি জনকে পিষে মেরে ফেলে এক জঙ্গি। এই হামলার পরেই ISIS সমর্থকদের সোশ্যাল মিডিয়ায় উল্লাস করতে দেখা যায়। আজ ISIS-এর মুখপত্র আমক-এ পোস্ট করে জঙ্গি সংগঠনটি দাবি করে নিস শহরে ট্রাক হামলা তারাই ঘটিয়েছে।

জঙ্গি সংগঠনের দাবি ISIS কম্যান্ডার আবু ওমর আল শিসানির মৃত্যুর বদলা নিতেই এই হামলা। দিন কয়েক আগে ইরাকে জোট বাহিনীর হামলায় নিহত হয় শিসানি। প্যারিস হামলার পর সোশ্যাল মিডিয়ায় ISIS এধরনের ট্রাক হামলার হুমকি দিয়েছিল। বাস্তিল দিবসে সেই হুমকিরই ভয়াবহ পরিণতি দেখল গোটা বিশ্ব। তবে আততায়ী বলে তিউনিশীয় যে ট্রাক চালককে চিহ্নিত করা হয়েছে সেই মহম্মদ লাহোউয়েজ বোহলেল-এর সঙ্গে আইসিস যোগের কোনও প্রমাণ  এখনও পাননি গোয়েন্দারা।

.