ইরাকে ধারাবাহিক বিস্ফোরণ, নিহত ২৫
ইরাকে ফের ধারাবাহিক বিস্ফোরণ। ইরাকে রবিবার পৃথক একাধিক বিস্ফোরণের ঘটনায় কমপক্ষে ২৫ জনের প্রাণ হারানোর খবর পাওয়া গেছে।
ইরাকে ফের ধারাবাহিক বিস্ফোরণ। ইরাকে রবিবার পৃথক একাধিক বিস্ফোরণের ঘটনায় কমপক্ষে ২৫ জনের প্রাণ হারানোর খবর পাওয়া গেছে। রাজধানী বাগদাদ থেকে ৩০০ মিলোমিটার দূরে অবস্থিত নাসিরিয়া শহরে অবস্থিত ফরাসি দূতাবাসের সামনে বিস্ফোরণ ঘটল। সেই গাড়ি বোমা বিস্ফোরণে দু’জন আহত হয়। এছাড়া একই শহরে আরেকটি গাড়ি বোমা বিস্ফোরণে দু’জন নিহত ও কমপক্ষে তিন জন আহত হয়।
রবিবার সকালে পৃথক পৃথকভাবে মোট ১০টি বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এই বিস্ফোরণের ঘটনায় এখনও পর্যন্ত মোট ২৩ জনের প্রাণ হারানোর খবর পাওয়া গেছে। এঁদের মধ্যে ১১ সেনাবাহিনীর সদস্য রয়েছেন। বাগদাদ থেকে ৫০ মিলোমিটার উত্তরে অবস্থিত দুজাইল শহরে ফরাসি দূতাবাসের সামনে এক বন্দুকধারী ও আত্মঘাতি হামলাকারী গাড়ি নিয়ে অতর্কিত সেনা ঘাঁটিতে হামলা চালায়। এরপরই দশটি বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে কিরকুক, সামারাহ, বসরা, তুজ কুরমাতো শহরগুলোতে বিস্ফোরণ ঘটেছে। এখনও কোনও জঙ্গি গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেনি।