গাড়িতে আঁটবে না শরীর, তাই ২৫০ কেজির স্থুলাকায় আইসিস জঙ্গিকে গ্রেফতার করতে আনা হল ট্রাক!

গাড়িতে আঁটবে না শরীর, তাই ট্রাকে করে নিয়ে যাওয়া হল ইরাকে আটক ২৫০ কেজির স্থুলাকায় আইসিস জঙ্গিকে!

Edited By: সুদীপ দে | Updated By: Jan 19, 2020, 11:42 AM IST
গাড়িতে আঁটবে না শরীর, তাই ২৫০ কেজির স্থুলাকায় আইসিস জঙ্গিকে গ্রেফতার করতে আনা হল ট্রাক!

নিজস্ব প্রতিবেদন: আইসিসের (ISIS) বিরুদ্ধে অভিযান চালিয়ে বড়সড় সাফল্য পেল ইরাকের নিরাপত্তা বাহিনী সোয়্যাট (SWAT)। গ্রেফতার করা হয়েছে আইসিসের এক গুরুত্বপূর্ণ নেতা মুফতি আবু আবদুল বারিকে।

‘নিউ ইয়র্ক পোস্ট'-এর প্রতিবেদন অনুযায়ী, কিন্তু আবদুল বারিকে গ্রেফতার করতে গিয়ে বেশ বেগ পেতে হয়েছে ইরাকের নিরাপত্তা বাহিনীকে। মসুল থেকে গ্রেফতার করার পর ওই জঙ্গি নেতাকে সোয়্যাটের গাড়িতে করে আনা যায়নি। কারণ, আবদুল বারির ওজন প্রায় ২৫০ কেজি (৫৬০ পাউন্ড)। চেহারাও বিশাল। গাড়িতে কোনও ভাবেই তার শরীর আঁটবে না। তাই বাধ্য হবে পরে বড়সড় ট্রাক আনা হয় আবদুল বারিকে তুলে নিয়ে যাওয়ার জন্য।

আরও পড়ুন: আই ড্রপ খাইয়ে স্বামীকে খুন করলেন মহিলা! ময়না তদন্তের রিপোর্ট, স্বাভাবিক মৃত

বিশাল চেহারার জন্য ‘স্টার ওয়ার্স' সিরিজের চরিত্র ‘জাব্বা দ্য হাট'-এর সঙ্গে মিলিয়ে ধৃত বারিকে ‘জাব্বা দ্য জিহাদি' বলে ডাকা শুরু করেছেন ইরাকের নিরাপত্তা বাহিনী। আবদুল বারির বিরুদ্ধে নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে উস্কানিমূলক প্রচার চালানোর অভিযোগ রয়েছে। শুধু তাই নয়, আইসিসের অনুগত না হলে সেই ইসলামিক নেতাদের হত্যার হুমকি দিত ধৃত বারি।

.