১৩ আইএস জঙ্গিকে ফাঁসি দিল ইরাক

সম্প্রতি জঙ্গিদের একাধিক সন্ত্রাস হামলায় দেশের নিরাপত্তা নিয়ে প্রশ্নের মুখে পড়তে হয় আবাদি সরকারকে

Updated By: Jun 29, 2018, 07:33 PM IST
১৩ আইএস জঙ্গিকে ফাঁসি দিল ইরাক
ছবি- এপি

নিজস্ব প্রতিবেদন: সন্ত্রাস ছড়ানো অভিযোগে ১৩ জন আইএস জঙ্গিকে ফাঁসি দিল ইরাক সরকার। এই খবর শুক্রবার ইরাকের বিচার মন্ত্রকের তরফে জানানো হয়েছে। সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, জঙ্গিদের দ্রুত ফাঁসিতে ঝোলানোর নির্দেশ দিয়েছেন খোদ ইরাকের প্রাইম মিনিস্টার হায়দর অল-আবাদি-ই।

আরও পড়ুন- সাঁজায়ো গাড়ির জন্য প্রথম বিশেষ মহিলা দল ইজরায়েলে

সম্প্রতি জঙ্গিদের একাধিক সন্ত্রাস হামলায় দেশের নিরাপত্তা নিয়ে প্রশ্নের মুখে পড়তে হয় আবাদি সরকারকে। ৮ পুলিস অফিসার এবং সরকার ঘনিষ্ঠ শিতি মিলিতা সংগঠনের সদস্যদের হত্যা করার অভিযোগ ওঠে আইএস জঙ্গিগোষ্ঠীর বিরুদ্ধে। এরপরই জঙ্গি কার্যকলাপ প্রসঙ্গে তত্পর হয় সরকার। জানা গিয়েছে, আল-আবাদির প্রস্তাবে প্রেসিডেন্ট ফুয়াদ মাসুমের সিলমোহর পড়তেই বৃহস্পতিবার ১৩ জঙ্গিকে ফাঁসি দেওয়া হয়।

আরও পড়ুন- বিতর্ক এড়াতেই ফের ‘বিচ্ছিন্ন শিশুদের’ সঙ্গে সাক্ষাত্ মেলানিয়ার!

২০১৪ সালের পর থেকেই ইরাক এবং সিরিয়ায় আইএস জঙ্গিদের আধিপত্য কমতে থাকে। এমনকী ইরাকের রাজধানী মুসলে আইএস আস্তানা গড়ে ছিল, তাও ধ্বংস করে মার্কিন এবং সরকারি সেনা।   

.