রক্তাক্ত ইরাক, দেশ জুড়ে অদ্ভুত আঁধার

ইরাক জুড়ে এখন হানাহানির অদ্ভুত আঁধার । মঙ্গলবার ধারাবাহিক বিস্ফোরণে কমপক্ষে ৬০জনের মৃত্যু হয়েছে বাগদাদে । তার রেশ কাটার আগেই ফের রক্তাক্ত ইরাকের রাজধানী । একই পরিবারের ১৬ জনকে গুলি করে খুন করেছে জঙ্গিরা । নিহতদের মধ্যে ছজন শিশু,আটজন মহিলা । মোসুল এবং তারমিয়া শহরে মানববোমা হামলায় মারা গিয়েছেন আরও ১০জন পুলিসকর্মী ।

Updated By: Sep 4, 2013, 08:42 PM IST

ইরাক জুড়ে এখন হানাহানির অদ্ভুত আঁধার । মঙ্গলবার ধারাবাহিক বিস্ফোরণে কমপক্ষে ৬০জনের মৃত্যু হয়েছে বাগদাদে । তার রেশ কাটার আগেই ফের রক্তাক্ত ইরাকের রাজধানী । একই পরিবারের ১৬ জনকে গুলি করে খুন করেছে জঙ্গিরা । নিহতদের মধ্যে ছজন শিশু,আটজন মহিলা । মোসুল এবং তারমিয়া শহরে মানববোমা হামলায় মারা গিয়েছেন আরও ১০জন পুলিসকর্মী ।
বাগদাদের দক্ষিণে ছোট্ট জনপদ লতিফিয়া । সেখানকারই একটি বাড়িতে হানা দেয় জঙ্গিরা । তাদের গুলিতে ঝাঁঝরা হয়ে গিয়েছেন পরিবারের ষোলজন সদস্য । জঙ্গি তাণ্ডব থেকে পার পায়নি শিশুরাও । হিংসার বলি ছজন শিশু,আটজন মহিলা ।
 
কোনও জঙ্গি গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেনি। কিন্তু প্রতিবেশী রাষ্ট্র সিরিয়ায় গৃহযুদ্ধ শুরু হওয়ার পর থেকেই উত্তেজনার পারদ বাড়ছে ইরাকে । দেশের বর্তমান সরকারে শিয়া,সুন্নি এবং কুর্দদের প্রতিনিধিত্ব রয়েছে। কিন্তু তাদের মধ্যে সামাজিক এবং আর্থনৈতিক রেষেরেষি মারাত্মক । মঙ্গলবার পরপর কয়েকটি গাড়ি বোমা বিস্ফোরণে কমপক্ষে ষাটজনের মৃত্যু হয়েছে বাগদাদে। তার ২৪ ঘণ্টার মধ্যে মানববোমা হামলা হয়েছে মোসুল এবং তারমিয়ায়। প্রাণ হারিয়েছেন ১০পুলিসকর্মী । রাষ্ট্রসংঘের পরিসংখ্যান অনুযায়ী,গত আগস্ট মাসে ৮০০ জনের মৃত্যু হয়েছে বিভিন্ন সন্ত্রাসবাদী হানায় । এমন হিংসা শেষ দেখা গিয়েছে ২০০৬-০৭-এ। নাশকতায় যখন প্রতি মাসে গড়ে তিন হাজার মানুষের প্রাণহানি ঘটত ।

.