Khamenei | Iran Message: 'আমাদের শত্রু এক'! বিশ্বযুদ্ধের সম্ভাবনা উসকে দিলেন খামেনি...

Khamnei:  তিনি ইরানের জনগণের উদ্দেশ্যে বলেন, 'আমাদের শত্রুপক্ষ মুসলিমদের মধ্যে বিভেদ ছড়িয়ে দিতে বিভাজন ও ঘৃণার বীজ বপন করার নীতি অবলম্বন করে। ওরা (ইজরায়েল) সকল মুসলমানের শত্রু। ওরা শুধু আমাদেরই শত্রু নয়, প্যালেস্তাইন ও ইয়েমেনেরও শত্রু। আমাদের শত্রু একই। 

Updated By: Oct 4, 2024, 06:56 PM IST
Khamenei | Iran Message:  'আমাদের শত্রু এক'! বিশ্বযুদ্ধের সম্ভাবনা উসকে দিলেন খামেনি...
ফাইল ছবি

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ইসরাইলের বিমান হামলায় লেবাননের বেইরুটে প্রাণ হারান হিজবুল্লা নেতা  হাসান নাসারুল্লা। তার স্মরণে শুক্রবার তেহরানের প্রধান মসজিদে হাজার-হাজার মানুষের জমায়েত ঘটে। শুক্রবার সেই মসজিদে নামাজ পড়ান ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি। নামাজের পর তিনি জনগণের উদ্দেশ্যে ভাষণ দেন। আর সেখানেই তিনি মুসলমান রাষ্ট্রগুলিকে ঐক্যবদ্ধ হওয়ার ডাক দেন। এও বলেন যে 'আমাদের শত্রু একই।' 

আরও পড়ুন, Malaysia Prime Minister | Bangladesh: ইউনূসের সঙ্গে বৈঠকের পরেই সুখবর বাংলাদেশে, মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর বড় ঘোষণা...

জানা গিয়েছে, প্রায় পাঁচ বছর পর শুক্রবারের জুম্মা নামাজের শেষে ভাষণ দেন খামেনি। সেখানে তিনি ইরানের জনগণের উদ্দেশ্যে বলেন, 'আমাদের শত্রুপক্ষ মুসলিমদের মধ্যে বিভেদ ছড়িয়ে দিতে বিভাজন ও ঘৃণার বীজ বপন করার নীতি অবলম্বন করে। ওরা (ইজরায়েল) সকল মুসলমানের শত্রু। ওরা শুধু আমাদেরই শত্রু নয়, প্যালেস্তাইন ও ইয়েমেনেরও শত্রু। আমাদের শত্রু একই। শত্রুদের পরিকল্পনা সফল হতে দেওয়া যাবে না। ওরা মুসলমানদের শত্রুর সংখ্যা বাড়াতে চায়। শত্রুরা তাদের কুরাজনীতি চালিয়ে যেতে চাইছে। প্যালেস্তাইন শত্রুদের দখলে। প্যালেস্তাইনের তাদের জমি ফিরিয়ে নেওয়ার অধিকার রয়েছে। ইরান থেকে লেবানন পর্যন্ত সমস্ত মুসলমানদের ঐক্যবদ্ধ হওয়া উচিত।' তিনি আরও বলেন, 'হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহর মৃত্যু আমাদের একটা অপূরণীয় ক্ষতি। ইজরায়েলকে মিসাইল ছুড়ে পাল্টা জবাব দিয়েছে ইরান। প্রয়োজনে আমরা আবার ইজরায়েল আক্রমণ করব। হিজবুল্লাহ এবং লেবাননের জনগণ তাদের অধিকারের জন্য লড়ছে। প্যালেস্তাইনের মানুষের লড়াই করার অধিকার আছে। তাদের দখল করে রাখতে চায়, এমন যে শক্তির বিরুদ্ধে রুখে দাঁড়ানোর অধিকার রয়েছে। গত বছরের ৭ অক্টোবর ইজরায়েলে হামাসের হামলার সিদ্ধান্তটা সঠিক ও ন্যায়সম্মত ছিল। হামলা চালিয়ে ওরা ঠিক কাজটাই করেছে।' এরপরই আরবের উদ্দেশ্যে তিনি বলেন, 'আরবের মুসলমানদেরও ইজরায়েলের বিরুদ্ধে এই যুদ্ধে আমাদের সমর্থন করা উচিত। আমরা লেবাননের জন্য সবকিছু করতে রাজি।' 

শুক্রবার খামেনিকে দেখতে তেহরানে কয়েক হাজার মানুষ জড় হয়েছিলেন। সেখানে কারও কারও হাতে হিজবুল্লার সবুজ ও হলুদ পতাকা ছিল। আবার কারও কারও হাতে ছিল প্যালেস্তাইনের পতাকা। সকলের সামনে শত্রুদের বিরুদ্ধে এক হয়ে ঐক্যবদ্ধ হওয়ার ডাক দিয়ে খামেনি কি যুদ্ধের বার্তা দিতে চাইছেন? অন্যান্য মুসলিম দেশগুলিকেও সরাসরি যুদ্ধে অংশগ্রহণ করার কথা বলছেন? প্রশ্ন উঠছে বিশেষজ্ঞ মহলে। 

আরও পড়ুন, Strongest Solar Flare: ধেয়ে আসছে ভয়ংকর এক সৌরঝড়! তছনছ মহাবিশ্বে, আমাদের পৃথিবীর কী হবে?

 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

 

 

.