রক্তের বন্যা যেন! গোটা গ্রাম ভাসছে লাল জলে, Viral Video ঘিরে রহস্য

গোটা গ্রাম দুদিন ধরে ভাসছে লাল রঙের জলে। 

Updated By: Feb 8, 2021, 02:51 PM IST
রক্তের বন্যা যেন! গোটা গ্রাম ভাসছে লাল জলে, Viral Video ঘিরে রহস্য

নিজস্ব প্রতিবেদন- রক্তের বন্যা যেন! প্রথম দেখে অনেকেই তাই ভয় পেয়ে গিয়েছিলেন। এত রক্ত এল কোথা থেকে! কিন্তু পরে জানা যায়, রাস্তা ভেসেছে যে লাল রঙের তরলে, তা আসলে রক্ত নয়, জল। সেই লাল রঙের জলে গোটা একটা গ্রাম ভাসছে। জলের উপর দিয়েই যাচ্ছে মোটরসাইকেল, গাড়ি। আর সেই সব মুহূর্তের Video ছড়িয়েছে সোশ্যাল মিডিয়ায়। নেটিজেনরা প্রশ্ন করছেন, এমন লাল জল এল কোথা থেকে! গোটা গ্রাম কী করে এমন লাল রঙের জলে ভেসে গেল! জলে কি তবে রক্ত মিশেছে! নাকি অন্য কোনও ব্য়াপার রয়েছে এর পিছনে!

ইন্দোনেশিয়ার (Indonesia) পেকালোংগান (Pekalongan) গ্রাম। সেখানেই এমন কাণ্ড ঘটেছে। গোটা গ্রাম দুদিন ধরে ভাসছে লাল রঙের জলে। জানা গিয়েছে, ইন্দোনেশিয়ার ওই গ্রাম ফেব্রিক প্রিন্টিংয়ের জন্য জনপ্রিয়। বন্যার সময় প্রিন্টিংয়ের কাজের সঙ্গে যুক্ত কেউ ইচ্ছাকৃতভাবে লাল রঙ জলে মিশিয়েছে। স্থানীয় সংবাধমাধ্যম জানিয়েছে, এর আগেও এমন ঘটনা ঘটেছে। গত বছর বন্যার সময় এলাকার কেউ বা কারা জলে সবুজ রঙ মিশিয়ে দিয়েছিল। ফলে সেবার এলাকা ভেসেছিল সবুজ রঙের জলে। তার আগে একবার বেগুনি রঙ মিশিয়ে দেওয়া হয়েছিল।

আরও পড়ুন-  Corona Vaccine নিতে অনিচ্ছুক দেশবাসী, Ice-Cream-এর লোভ দেখাচ্ছে রাশিয়ার প্রশাসন

লাল রঙের জল দেখে অনেকেই আঁতকে উঠেছিলেন। কেউ কেউ বলতে শুরু করেছিলেন, তা হলে কি পৃথিবীর শেষ সময় উপস্থিত! কেউ কেউ তো ধরেই নিয়েছিলেন, রক্ত জলে মিশেই লাল রঙ ধারণ করেছে। তবে শেষমেশ তাঁদের আশঙ্কা দূর হয়েছে। আর এটাও প্রমাণ হয়েছে, Social Media-তে অনেক সময়ই আগে গুজব রটে যায়। অনেক পরে আসল সত্য়িটা সামনে আসে।   

.