চিনের সঙ্কটের জেরে আন্তর্জাতিক বাজারে আরও কমল টাকার দাম
চিনের মুদ্রা সঙ্কটের জের এসে পড়ল ভারতেও। আন্তর্জাতিক বাজারে আরও কমল টাকার দাম। গত দুবছরে যা সবচেয়ে কম। গতকাল টাকার দাম কমে হয়েছিল ডলার প্রতি ৬৪. ১৯ টাকা। আজ দিনের শুরুতে সেই দাম আরও নেমে গিয়ে হয় ডলার প্রতি ৬৪.৬৬ টাকা।
ওয়েব ডেস্ক: চিনের মুদ্রা সঙ্কটের জের এসে পড়ল ভারতেও। আন্তর্জাতিক বাজারে আরও কমল টাকার দাম। গত দুবছরে যা সবচেয়ে কম। গতকাল টাকার দাম কমে হয়েছিল ডলার প্রতি ৬৪. ১৯ টাকা। আজ দিনের শুরুতে সেই দাম আরও নেমে গিয়ে হয় ডলার প্রতি ৬৪.৬৬ টাকা।
বিশ্ব জুড়েই অস্থির শেয়ার বাজার। ইউরোপ-আমেরিকার বাজারে এখনও মন্দার কালো মেঘ। লগ্নিকারীদের দুশ্চিন্তা আরও বাড়িয়ে দিয়েছে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম চিনা অর্থনীতির ব্যাঙ্কিং শিল্পে নগদের সঙ্কট।
বেশ কয়েকদিন ধরেই নগদের সঙ্কটে নাজেহাল চিনের ব্যাঙ্কিং শিল্প। আন্তঃ-ব্যাঙ্ক ঋণের বাজারেও সুদ আকাশছোঁয়া। ২০০৯-এর আর্থিক মন্দার পর গত চার থেকে সাড়ে চার বছরে চিনের শেয়ার বাজার এক দিনে এত বেশি পড়েনি।