সীমান্ত সমস্যা মেটাতে চলতি সপ্তাহে ড্রাগনের দেশে মোদী-জিনপিং বৈঠক

গত বছরে দু’মাসের বেশি ধরে চলা ডোকলাম ইস্যুর চাপানউতরের রেশ এখনো কাটেনি। সেখানে চিন, তাদের আধিপত্য বজায় রেখেছে বলে বারবার অভিযোগ করেছে সাউথ ব্লক

Updated By: Apr 24, 2018, 02:33 PM IST
সীমান্ত সমস্যা মেটাতে চলতি  সপ্তাহে ড্রাগনের দেশে মোদী-জিনপিং বৈঠক

নিজস্ব প্রতিবেদন: চলতি সপ্তাহে দু’দিনের সফরে চিনে পৌঁছে প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে  বৈঠকে বসতে চলেছেন  প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সোমবার সাংহাই কর্পোরেশন অর্গানাইজেশন (এসসিও)-এর মঞ্চে এ কথা জানিয়েছেন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ। গত বছর সেপ্টেম্বরে জিনপিংয়ের সঙ্গে মোদীর একান্ত সাক্ষাতে গুরুত্বপূর্ণ বিষয় ছিল ডোকলাম ইস্যু। এবারও ডোকালাম ইস্যু-সহ চিন-ভারত সীমান্তের সম্পর্ক গুরুত্ব পাবে দুই রাষ্ট্রনেতার বৈঠকে, এমনটাই মনে করছে কূটনৈতিক মহল।

আরও পড়ুন- ইজরায়েলি সেনার গুলিতে গাজায় মৃত ২, নিরপেক্ষ কমিশন গড়ার দাবি প্যালেস্তাইনের

গত বছরে দু’মাসের বেশি ধরে চলা ডোকলাম ইস্যুর চাপানউতরের রেশ এখনো কাটেনি। সেখানে চিন, তাদের আধিপত্য বজায় রেখেছে বলে বারবার অভিযোগ করেছে সাউথ ব্লক। কূটনীতিক বিশেষজ্ঞরা মনে করছেন,  ভারত-চিন সীমান্ত সম্পর্কে উন্নতি ঘটাতে চেষ্টা চালাবে দুই দেশই। কারণ, সম্প্রতি বাণিজ্যিক যুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে তিক্ত সম্পর্ক তৈরি হয়েছে চিনের। একাধিক চিনা পণ্যে বাড়তি আমদানি শুল্ক বসিয়ে চিনকে বড় ধাক্কা দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। পাল্টা পদক্ষেপ করলেও বাণিজ্যিক ক্ষেত্রে বড়সড় ক্ষতির মুখে চিন। তাই ভারতের মতো বড় বাজারে আরও বেশি করে বিনিয়োগে আগ্রহী জিনপিংয়ের দেশ, এমনটাই খবর চিনা বিদেশমন্ত্রক সূত্রে।

আরও পড়ুন- বর্জ্যে বজ্রআঁটুনি বেজিংয়ের, কপালে ভাঁজ পড়েছে ব্রিটেন-আমেরিকার

বেজিংয়ের সিংহুয়া ইউনিভার্সিটির আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ কুয়ান ফেং জানিয়েছেন, চিন-ভারতের বৈঠক সচারচর হয় না। তাই,  দ্বিপাক্ষিক সম্পর্কে দ্রুত উন্নতি ঘটাতে মূল সমস্যাগুলিকে নিয়েই আলোচনা চালাবে দুই-দেশ।

আরও পড়ুন- পরমাণু অস্ত্র পরীক্ষার পথে আর হাঁটবেন না কিম

.