Joe Biden-এর সার্জন জেনারেল পদে ভারতীয় চিকিৎসক

মনোনীত হয়ে একটি টুইটে ট্রাম্প-জমানার মৃদু সমালোচনাও করেছেন বিবেক মূর্তি।

Updated By: Mar 24, 2021, 07:58 PM IST
Joe Biden-এর সার্জন জেনারেল পদে ভারতীয় চিকিৎসক

নিজস্ব প্রতিবেদন: জো বাইডেনের মন্ত্রিসভায় তো ভারতীয়দের রমরমা ছিলই। এবার সে দেশের চিকিৎসার দায়িত্বও পেলেন এক ভারতীয়। 

আমেরিকার জনস্বাস্থ্য বিভাগের শীর্ষপদে এবার এক ভারতীয়। আমেরিকা নিবাসী ভারতীয় বংশোদ্ভূত ওই চিকিৎসকের নাম বিবেক মূর্তি (Indian-American physician Vivek Murthy)। তাঁকে নিয়োগ করল জো-বাইডেন (President Joe Biden) প্রশাসন। এর আগে ওবামা (Barack Obama) প্রশাসনেও জনস্বাস্থ্য বিভাগের শীর্ষ আধিকারিক ছিলেন বিবেক।

আরও পড়ুন: হাসিনা-হত্যার ষড়যন্ত্রীদের মৃত্যুদণ্ডের নির্দেশ বাংলাদেশে

বছর তেতাল্লিশের ড. বিবেক মূর্তি এই মনোনয়ন পাওয়ার পরে একটি টুইটে তাঁর আনন্দ প্রকাশ করেছেন। নিজের প্রতিক্রিয়া জানিয়ে America’s Surgeon General বিবেক মার্কিনবাসীদের উদ্দেশ্য করে লিখেছেন, 'আপনাদের সার্জন জেনারেল হিসেবে সেবা করার আরও একটা সুযোগ আমাকে দেওয়া হয়েছে। সেনেটের কাছে এজন্য আমি কৃতজ্ঞ।' ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে পরোক্ষে কিঞ্চিৎ ক্ষোভ প্রকাশও করেছেন বিবেক। তিনি লেখেন, 'গত কয়েকটি বছর অত্যন্ত সমস্যাসঙ্কুল সময় কাটিয়েছে এই দেশ। আশা করব, আমেরিকা দ্রুত সুস্বাস্থ্যের এক নতুন ছবি দেখবে। সন্তানদের জন্য উন্নততর ভবিষ্যৎও তৈরি হবে আমেরিকায়।'

আরও পড়ুন: Video: বন্যার জল থেকে প্রাণে বাঁচতে বাড়ির দরজা জানলায় কিলবিল করছে সাপ-মাকড়সারা

.