ফ্রান্সের কাছ থেকে ৩৬টি রাফায়েল বিমান কিনবে ভারত: নরেন্দ্র মোদী

শিগগিরই ফ্রান্সের কাছ থেকে ৩৬টি রাফায়েল যুদ্ধ বিমান কিনবে ভারত। শুক্রবার ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।  

Updated By: Apr 10, 2015, 11:52 PM IST
ফ্রান্সের কাছ থেকে ৩৬টি রাফায়েল বিমান কিনবে ভারত: নরেন্দ্র মোদী

ওয়েব ডেস্ক: শিগগিরই ফ্রান্সের কাছ থেকে ৩৬টি রাফায়েল যুদ্ধ বিমান কিনবে ভারত। শুক্রবার ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।  

আজ প্যারিসে ফরাসি প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাঁদের সঙ্গে যৌথ এক সাংবাদিক সম্মেলনে মোদী জানান ''আমি প্রেসিডেন্টকে অনুরোধ করেছি দ্রুত আমাদের ৩৬টি রাফায়েল জেট সরবারহ করতে।''

এর সঙ্গেই তিনি যুক্ত করেছেন ''যুদ্ধ বিমানের ক্ষেত্রে ফ্রান্স  সবসময়ই ভারতের বিশ্বস্ত সরবারহক।''

প্রধানমন্ত্রী আশা করছেন এই সংক্রান্ত শর্তাবলী নিয়ে দু'দেশের সরকারি আধিকারিকরা দ্রুত সমঝোতায় পৌঁছবেন।  

রাফায়েল ডিল ছাড়াও আজ দু'দেশের মধ্যে ১৭টি চুক্তি সাক্ষরিত হয়েছে। এর মধ্যে রয়েছে পারমাণবিক শক্তি ও সংস্কৃতি সংক্রান্ত চুক্তিও।  

জয়িতাপুর পরমাণু চুল্লি প্রকল্প সংক্রান্ত গুরুত্বপূর্ণ চুক্তিও আজ দু'দেশের রাষ্ট্রপ্রধানের উপস্থিতি সই হয়েছে।

.