ট্রাম্প-শরিফ সখ্যতা নিয়ে পাকিস্তানের দাবি উড়িয়ে দিল ভারত

পাকিস্তানের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। সব বকেয়া সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন তিনি। দাবি ইসলামাবাদের। বুধবার রাতে ট্রাম্প-শরিফের টেলিফোন আলাপ নিয়ে সরগরম কূটনৈতিক মহল। মার্কিন মুলুকে তখন জমজমাট প্রচার যুদ্ধ। জনসভায় ভারতের প্রশংসায় পঞ্চমুখ ডোনাল্ড ট্রাম্প। হয়তো প্রতিপক্ষ হিলারির ভারতীয় ভোটব্যাঙ্কে ভাঙন ধরাতেই এই প্রশংসা। কিছুটা হলেও স্বস্তি পেয়েছিলেন দিল্লির কূটনীতিকরা। তবে সে তো ভোটের আগের কথা।

Updated By: Dec 1, 2016, 10:11 PM IST
ট্রাম্প-শরিফ সখ্যতা নিয়ে পাকিস্তানের দাবি উড়িয়ে দিল ভারত

ওয়েব ডেস্ক : পাকিস্তানের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। সব বকেয়া সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন তিনি। দাবি ইসলামাবাদের। বুধবার রাতে ট্রাম্প-শরিফের টেলিফোন আলাপ নিয়ে সরগরম কূটনৈতিক মহল। মার্কিন মুলুকে তখন জমজমাট প্রচার যুদ্ধ। জনসভায় ভারতের প্রশংসায় পঞ্চমুখ ডোনাল্ড ট্রাম্প। হয়তো প্রতিপক্ষ হিলারির ভারতীয় ভোটব্যাঙ্কে ভাঙন ধরাতেই এই প্রশংসা। কিছুটা হলেও স্বস্তি পেয়েছিলেন দিল্লির কূটনীতিকরা। তবে সে তো ভোটের আগের কথা।

বুধবার রাতে ভাবী মার্কিন প্রেসিডেন্টকে ফোন করেন পাক প্রধানমন্ত্রী। জয়ের জন্য অভিনন্দন জানান। তখনই শরিফের দিকে বন্ধুত্বের হাত বাড়িয়ে দেন ট্রাম্প। বলেন, "পাকিস্তানের বকেয়া সমস্যা মেটাতে আমাকে যে ভূমিকা নিতে বলবেন, আমি তার জন্য তৈরি। আমি ব্যক্তিগতভাবে তা করব। বিশে জানুয়ারি দায়িত্ব নেওয়ার আগে পর্যন্ত আমাকে যখন খুশি ফোন করতে পারেন।"

ট্রাম্প-শরিফ সখ্যতা নিয়ে পাকিস্তানের দাবি কার্যত উড়িয়ে দিল ভারত। কটাক্ষের সুরে বিদেশমন্ত্রকের মন্তব্য, পাকিস্তানে সবচেয়ে বড় সমস্যা সীমান্তপার সন্ত্রাস। তাই বকেয়া সমস্যা মেটাতে হলে, সেদিকেই নজর দেওয়া উচিত ভাবী মার্কিন প্রেসিডেন্টের।

.