India-Maldives Talk: কবে সরবে সেনা? আলোচনায় ভারত-মলদ্বীপ
ভারতের সঙ্গে মলদ্বীপের দ্বিপাক্ষিক সম্পর্কের অস্থিরতার মধ্যে উগান্ডার রাজধানী শহর কাম্পালায় এস জয়শঙ্কর এবং মুসা জমিরের মধ্যে বৈঠকটি হয়েছিল।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর বৃহস্পতিবার মলদ্বীপের বিদেশমন্ত্রী মুসা জমিরের সঙ্গে দেখা করেছেন। এই বৈঠকে দুই নেতা দুই দেশের মধ্যে সম্পর্কের বিষয়ে ‘কথোপকথন’ করেছেন।
ভারতের সঙ্গে মলদ্বীপের দ্বিপাক্ষিক সম্পর্কের অস্থিরতার মধ্যে উগান্ডার রাজধানী শহর কাম্পালায় এস জয়শঙ্কর এবং মুসা জমিরের মধ্যে বৈঠকটি হয়।
জয়শঙ্কর শুক্রবার থেকে শুরু হওয়া জোটনিরপেক্ষ আন্দোলনের (NAM) দুই দিনের শীর্ষ সম্মেলনে ভারতের প্রতিনিধিত্ব করতে কাম্পালায় পৌঁছেছেন।
জয়শঙ্কর এক্স-এ বৈঠকের একটি ছবি শেয়ার করে পোস্টে লিখেছেন, ‘আজ কাম্পালায় মলদ্বীপের এফএম মুসা জামিরের সঙ্গে দেখা। ভারত-মলদ্বীপ সম্পর্ক এবং ন্যাম সম্পর্কিত বিষয়ে একটি খোলামেলা কথোপকথন হয়েছে’।
Met Maldives FM @MoosaZameer today in Kampala.
A frank conversation on ties. Also discussed NAM related issues. pic.twitter.com/P7ResFlCaK
— Dr. S. Jaishankar (@DrSJaishankar) January 18, 2024
X-এর একটি পোস্টে, জমির বলেছেন যে ন্যাম সম্মেলনের পাশপাশি জয়শঙ্করের সঙ্গে দেখা করতে পেরে আনন্দিত।
আরও পড়ুন: Japan Earthquake: ভূমিকম্পে সরে গেল সমুদ্র, বেরিয়ে এল সম্পূর্ণ নতুন ভূখণ্ড! কোথায়?
তিনি লিখেছেন, ‘আমরা ভারতীয় সামরিক কর্মীদের মলদ্বীপ থেকে প্রত্যাহার করার বিষয়ে চলমান উচ্চ-পর্যায়ের আলোচনা, সেই সঙ্গে মলদ্বীপে চলমান উন্নয়ন প্রকল্পের সমাপ্তি ত্বরান্বিত করা এবং সার্ক এবং ন্যামের মধ্যে সহযোগিতার বিষয়ে মতামত বিনিময় করেছি’।
It was a pleasure to meet with the External Affairs Minister of #India @DrSJaishankar in the margins of #NAMSummitUg2024.
We exchanged views on the ongoing high-level discussions on the withdrawal of Indian military personnel, as well as expediting the completion of ongoing… pic.twitter.com/viw3fnppY7
— Moosa Zameer (@MoosaZameer) January 18, 2024
মলদ্বীপের মন্ত্রী লিখেছেন, ‘আমরা আমাদের সহযোগিতাকে আরও জোরদার এবং প্রসারিত করতে প্রতিশ্রুতিবদ্ধ’। বৈঠকের একটি ছবিও পোস্ট করেছেন তিনি।
সম্প্রতি ভারত-মলদ্বীপের সম্পর্কে কিছুটা চাপ তৈরি হয়। মলদ্বীপের নতুন রাষ্ট্রপতি মহম্মদ মুইজুকে ব্যাপকভাবে চিনপন্থী নেতা হিসাবে দেখা হয়। নভেম্বরে রাষ্ট্রপতি হিসাবে দায়িত্ব নেওয়ার পর নিজের সিদ্ধান্তে অনড় ছিলেন যে তিনি তার দেশ থেকে ভারতীয় সামরিক কর্মীদের সরে যাওয়ার বিষয়ে যে নির্বাচনী প্রতিশ্রুতি দিয়েছিলেন তা তিনি রাখবেন।
এই মাসের শুরুর দিকে সোশ্যাল মিডিয়ায় একটি সমস্যা শুরু হয়েছিল যখন মলদ্বীপের একজন মন্ত্রী এবং অন্য কিছু নেতা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে অবমাননাকর মন্তব্য ব্যবহার করেছিলেন। প্রধানমন্ত্রী মোদী লাক্ষাদ্বীপের একটি সৈকতে তার একটি ভিডিয়ো পোস্ট করেছিলেন। তারপরেই এই মন্তব্য আসে।
মুইজ্জু তিন মন্ত্রীকে তাদের সোশ্যাল মিডিয়া পোস্টের পরে বরখাস্ত করেছিলেন। এই বক্তব্যের পরেই ভারতীয় পর্যটকরা মলদ্বীপে ভ্রমণ বয়কটের আহ্বান জানিয়েছিল। ভারতীয় পর্যটকরা সংখ্যায় রাশিয়ার পরেই শীর্ষ স্থানে রয়েছে। তৃতীয় স্থানে রয়েছে চীনা পর্যটকরা।
মলদ্বীপ হল ভারত মহাসাগর অঞ্চলে ভারতের অন্যতম প্রধান সামুদ্রিক প্রতিবেশী। প্রতিরক্ষা ও নিরাপত্তার ক্ষেত্রগুলি সহ সামগ্রিক দ্বিপাক্ষিক সম্পর্ক মালেতে পূর্ববর্তী সরকারের অধীনে ঊর্ধ্বমুখী গতির সাক্ষী ছিল।
আরও পড়ুন: Iran-Pakistan Conflict: হামলা এবং পাল্টা-হামলা পাক-ইরানের, কী বলছে ভারত?
গত বছরের মে মাসে, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং মলদ্বীপ সফর করেছিলেন। যেখানে তিনি একটি দ্রুত টহল জাহাজ এবং একটি ল্যান্ডিং ক্রাফ্ট দ্বীপ দেশটিকে হস্তান্তর করেছিলেন।
অগস্টে, প্রধানমন্ত্রী মোদী এবং তৎকালীন মলদ্বীপের রাষ্ট্রপতি ইব্রাহিম মহম্মদ সোলিহ ভারতের অর্থ সাহায্যে তৈরি সবথেকে বড় সংযোগ প্রকল্প গ্রেটার মালে শুরু করেছিলেন। এটি দ্বীপরাষ্ট্রের বৃহত্তম পরিকাঠামো উদ্যোগ।
গ্রেটার মালে কানেক্টিভিটি প্রজেক্টের (GMCP) অধীনে, রাজধানী শহর মালেকে ভিলিংলি, গুলহিফালহু এবং থিলাফুশির মত পার্শ্ববর্তী দ্বীপগুলির সঙ্গে সংযুক্ত করার জন্য একটি ৬.৭৪ কিমি দীর্ঘ সেতু এবং কজওয়ে লিঙ্ক তৈরি করা হবে।
মলদ্বীপ ভারতের নেবারহুড ফার্স্ট নীতির সবচেয়ে বড় সুবিধাভোগীদের মধ্যে একটি।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)