পাকিস্তানকে 'বালোচ তাসে' প্যাঁচে ফেলল ভারত

হুঁশিয়ারি দিয়েছিলেন প্রধানমন্ত্রী। বলেছিলেন, সময় এসছে POK আর বালোচিস্তানে পাকিস্তানি অত্যাচারের ছবিটা বিশ্বের সামনে আনার। সাড়া মিলল চব্বিশ ঘণ্টার মধ্যে। মোদীর বক্তব্যকে স্বাগত জানালেন বালোচ নেতারা। পাক অত্যাচারের বিরুদ্ধে উত্তাল পাক অধিকৃত কাশ্মীরও।

Updated By: Aug 13, 2016, 11:41 PM IST
পাকিস্তানকে 'বালোচ তাসে' প্যাঁচে ফেলল ভারত

ওয়েব ডেস্ক: হুঁশিয়ারি দিয়েছিলেন প্রধানমন্ত্রী। বলেছিলেন, সময় এসছে POK আর বালোচিস্তানে পাকিস্তানি অত্যাচারের ছবিটা বিশ্বের সামনে আনার। সাড়া মিলল চব্বিশ ঘণ্টার মধ্যে। মোদীর বক্তব্যকে স্বাগত জানালেন বালোচ নেতারা। পাক অত্যাচারের বিরুদ্ধে উত্তাল পাক অধিকৃত কাশ্মীরও।

প্রতিবাদে উত্তাল গিলগিট। গিলগিট ছাড়ুক পাকিস্তানি সেনা বাহিনী। পাক অধিকৃত কাশ্মীরের জনতার উপর পাক সেনার অত্যাচার আর মানা হবে না। ইসলামাবাদের বিরুদ্ধে  স্লোগান তুলেই প্রতিবাদে উত্তাল গিলগিট।

গিলগিটের নেতা বাবা জান সহ পাঁচশ জনকে গ্রেফতার করেছে পাকিস্তানি নিরাপত্তা বাহিনী। কাশ্মীরে গত কয়েক দিনের অশান্তিতে ঘোলা জলে মাছ ধরার কোনও কসুরই বাকি রাখেনি ইসলামাবাদ। রাষ্ট্র সঙ্ঘেও ভারতের উপর চাপ বাড়ানোর কৌশল নিয়েছিল তাঁরা। শুক্রবার সংসদে সর্বদল বৈঠকেই পাল্টা চালটা দেয় নয়াদিল্লি। 'সময় এসেছে পর্দা ফাঁসের'। POK  আর বালোচিস্তানে যে ভাবে পাক বাহিনী নির্যাতন চালাচ্ছে সেটা সামনে আসা দরকার। এমনটাই সাফ জানায় ভারত।

আরও পড়ুন- পাক অধিকৃত কাশ্মীরে পাকিস্তান সরকার বিরোধী স্লোগান

বালোচ তাসটা যে নয়াদিল্লি খুব একটা ভুল খেলেনি , ২৪ ঘণ্টার মধ্যেই তা প্রমাণ হয়ে গেল। মোদীর সমর্থনে মুখ খুললেন বালোচ নেতারা। কখনও বুরহান ওয়ানিকে শহিদ ঘোষণা। কখনও আবার কালা দিবস পালন।  বালোচ বিতর্ক উস্কে দিয়েই কাশ্মীর নিয়ে ইসলামাবাদের বাড়াবাড়ির জবাব দেওয়া শুরু করল নয়াদিল্লি। এমনটাই মনে করছেন বিশেষজ্ঞরা।

আরও পড়ুন- 'ভারত ও আফগানিস্তানে হামলার উদ্দেশ্যেই জঙ্গি প্রশিক্ষণ দেয় পাকিস্তান'

.