সফরের দ্বিতীয় দিনেই ঐতিহাসিক সাফল্য, ১০ বিলিয়ন মার্কিন ডলারের ২৪টি চুক্তি সই ভারত-চিনের
মোট ২৪টি চুক্তি সই করে নতুন মাত্রা পেল তৈরি হল ভারত-চিন সম্পর্কে। শুক্রবার মোট ১০ বিলিয়ন মার্কিন ডলারের চুক্তি সই করে রেকর্ড করল দুই দেশ। এর মধ্যে রয়েছে শিক্ষা, রেল ও বিভিন্ন বিষয়ে পারস্পরিক সহযোগিতার আশ্বাস।
ওয়েব ডেস্ক: মোট ২৪টি চুক্তি সই করে নতুন মাত্রা পেল তৈরি হল ভারত-চিন সম্পর্কে। শুক্রবার মোট ১০ বিলিয়ন মার্কিন ডলারের চুক্তি সই করে রেকর্ড করল দুই দেশ। এর মধ্যে রয়েছে শিক্ষা, রেল ও বিভিন্ন বিষয়ে পারস্পরিক সহযোগিতার আশ্বাস।
এর সঙ্গে রয়েছে চিন-ভারত থিঙ্ক ট্যাঙ্ক, নৌ-বহর ও সমুদ্র বিজ্ঞান চুক্তি। নরেন্দ্র মোদী চিন সফরের দ্বিতীয় দিনেই এল এই সাফল্য। চুক্তি সই করার পর চিনের প্রধানমন্ত্রী লি কেকিয়াঙের সঙ্গে যুগ্ম সাংবাদিক বৈঠকে মোদী বলেন, "এই সম্পর্ক থেকে সেরা বের করে আনা আমাদের ঐতিহাসিক দায়িত্ব। সীমান্তে শান্তি রাক্ষা করতে আমরা দুই পক্ষই সমান দায়বদ্ধ। আমরা দুই পক্ষই একে অপরের প্রতি সংবেদনশীল।"
মোদী আরও বলেন, "আমরা কিছু প্রাদেশিক সমস্যা নিয়েও আলোচনা করেছি। পারস্পরিক বিশ্বাস আরও শক্তিশালী করার সিদ্ধান্ত নিয়েছি আমরা। ভিসা সমস্যা ও সীমান্তের নদী নিয়েও কথা এগিয়েছে।"
পড়ুন চুক্তি,