ইয়েমেনে আটকে পড়া ভারতীয়দের সরাতে উদ্যোগী সরকার
ইয়েমেনে আটকে পড়া ভারতীয়দের সরাতে উদ্যোগী ভারত সরকার। এজন্য ইতিমধ্যেই দুটি জাহাজ পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে নয়াদিল্লি। সেদেশের প্রাক্তন প্রেসিডেন্ট আলি আবদুল্লাহ সালের অনুগত শিয়া হুথিদের সঙ্গে বতর্মান প্রেসিডেন্ট মনসুর হাদির অনুগত সুন্নিদের সংঘর্ষের জেরে রনক্ষেত্র ইয়েমেন। দেশের রাশ এখন মূলত শিয়া হুথিদের হাতে।
ওয়েব ডেস্ক: ইয়েমেনে আটকে পড়া ভারতীয়দের সরাতে উদ্যোগী ভারত সরকার। এজন্য ইতিমধ্যেই দুটি জাহাজ পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে নয়াদিল্লি। সেদেশের প্রাক্তন প্রেসিডেন্ট আলি আবদুল্লাহ সালের অনুগত শিয়া হুথিদের সঙ্গে বতর্মান প্রেসিডেন্ট মনসুর হাদির অনুগত সুন্নিদের সংঘর্ষের জেরে রনক্ষেত্র ইয়েমেন। দেশের রাশ এখন মূলত শিয়া হুথিদের হাতে।
ইতিমধ্যেই দেশ ছেড়ে সৌদি আরবে আশ্রয় নিয়েছেন প্রেসিডেন্ট মনসুর হাদি। হাদি তথা সুন্নিদের পক্ষে লড়ছে সৌদি আরব। ইতিমধ্যেই বিমান হানা শুরু করেছে সৌদি আরব। শিয়াদের পক্ষ নিয়েছে ইরান। কূটনৈতিক মহলের ধারনা, মূলত ইয়েমেন ওপর দখলদারি নিয়ে ছায়াযুদ্ধ চলছে ইরান ও সৌদি আরবের মধ্যে। সৌদি আরবের অভিযানের বিরোধিতা করে ইতিমধ্যেই বিবৃতি জারি করেছে ইরান।যদিও, হুথিদের অস্ত্র ও অর্থ দিয়ে সাহায্য করার কথা মানতে চায়নি ইরান সরকার।