নরেন্দ্র মোদীর জন্য দু’দেশের সম্পর্ক নষ্ট হচ্ছে : ইমরান খান

পাকিস্তানের রাজনীতিতে এ বারের নির্বাচনে অনেকটাই মাটি শক্ত করে ফেলেছেন ইমারান খান। পানামা দুর্নীতির জেরে কোনঠাসা নওয়াজ শরিফ

Updated By: Jul 5, 2018, 06:20 PM IST
নরেন্দ্র মোদীর জন্য দু’দেশের সম্পর্ক নষ্ট হচ্ছে : ইমরান খান
ফাইল চিত্র

নিজস্ব প্রতিবেদন: শিয়রে নির্বাচন। বাজার গরম করতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে তুলোধোনা করলেন পাকিস্তান তেহেরিক ই-ইনসাফের প্রধান ইমরান খান। তাঁর দাবি, নরেন্দ্র মোদীর জন্যই দু’দেশের সম্পর্ক নষ্ট হচ্ছে। এর জন্য মোদীর একগুঁয়েমি পাকিস্তান বিরোধী নীতিকে কাঠগড়ায় দাঁড় করেন ইমরান খান।

আরও পড়ুন- ইন্দোনেশিয়ায় ফেরি ডুবে মৃত কমপক্ষে ৩৪, চলছে উদ্ধারকার্য

পাক সংবাদমাধ্যম ডন-কে দেওয়া এক সাক্ষাত্কারে ইমারান বলেন, “প্রাক্তন প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ বরাবরই ভারতের সঙ্গে সম্পর্ক রাখার চেষ্টা করেছেন। এমনকী নরেন্দ্র মোদীকে নিজের ঘরে আমন্ত্রণ জানিয়ে বন্ধুত্বপূর্ণ আচরণ দেখিয়েছেন তিনি।” ইমারনের অভিযোগ, ভারতের বিজেপি সরকারই দু’দেশের সম্পর্ক নষ্ট করছে। এ দিন পাকিস্তান মুসলিম লিগ (নওয়াজ)-র প্রাক্তন প্রধানের ভূমিকার প্রশংসা করেন তিনি।

তবে, নওয়াজ সরকারের সমালোচনা করতে ছাড়েননি পিটিআই সুপ্রিমো। পাক সরকারের সেনার আধিপত্যকে সর্মথন জানিয়ে তিনি বলেন, “যে সরকার আদ্যন্তে দুর্নীতিগ্রস্থ, সরকার চালনায় সম্পূর্ণভাবে ব্যর্থ, সেখানে সেনার হস্তক্ষেপ করতেই পারে।” জুলফিকার আলি ভুট্টোর সরকারে উদাহরণ টেনে ইমরান জানান, তাঁর সময়ের থেকে সেনার প্রতিপত্তি অনেকটা কমে গিয়েছিল।

আরও পড়ুন- রাত কাটতে না কাটতে এমিরেটসের মেনুতে ফিরল 'হিন্দু মিল'

প্রসঙ্গত, পাকিস্তানের রাজনীতিতে এ বারের নির্বাচনে অনেকটাই মাটি শক্ত করে ফেলেছেন ইমারান খান। পানামা দুর্নীতির জেরে কোনঠাসা নওয়াজ শরিফ। ফলে অনেকটাই বিপাকে তাঁর দল পিএমএল (এন)-ও। অন্যদিকে বিলাওয়াল ভুট্টো জারদারির দল পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি) দীর্ঘ সময় সরকারে না থাকায় এ বারের নির্বাচনে কতটা দাগ কাটতে পারবে সে নিয়ে সন্দেহ রয়েছে। গত বার নির্বাচনে মাত্র ১৫ শতাংশ ভোট পায় পিপিপি। এমতাবস্থায় ইমরান যে অন্যতম পাক প্রধানমন্ত্রীর দাবিদারে সম্ভাবনা হয়ে উঠেছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। আগামী ২৫ জুলাই হতে চলেছে পাকিস্তান সাধারণ নির্বাচন।  

আরও পড়ুন- ৩০ লক্ষ বছর আগে আড়াই বছরের শিশু দিব্যি গাছে চড়ত, বলছে গবেষণা

.