Afghanistan: Taliban সরকার 'অবৈধ', তোপ Ashraf Ghani সরকারের 'বিদেশ মন্ত্রক'-এর
'সংবিধান মেনেই কাজ করবে আফগান দূতাবাসগুলো', ঘোষণা বিদেশমন্ত্রকের।
নিজস্ব প্রতিবেদন: তালিবান (Taliban) সরকারকে নিশানা করল আশরাফ ঘানি (Ashraf Ghani) সরকারের 'বিদেশ মন্ত্রক'। আফগানিস্তানে (Afghanistan) নবগঠিত সরকারকে 'অবৈধ' বলে তোপ দাগল মন্ত্রক। একই সঙ্গে বিদেশ মন্ত্রকের তরফে স্পষ্ট জানানো হল, আফগানিস্তানের (Afghanistan) সংবিধান মেনেই কাজ করবে বিশ্বের বিভিন্ন দেশে থাকা আফগান দূতাবাসগুলো।
Islamic Republic of Afghanistan-এর নামে একটি বিবৃতি দিয়েছে সংশ্লিষ্ট মন্ত্রক। বিবৃতিতে বলা হয়েছে, "তথাকথিত এই তালিবান সরকারের আমলে আফগানিস্তানের রাজনৈতিক, জাতিগত এবং সামাজিক বৈচিত্র্য ক্ষুন্ন হবে। ফলে দেশে সংঘাত বাড়বে এবং দীর্ঘস্থায়ী শান্তি রক্ষিত হবে না।'
আরও পড়ুন: Chandrayaan-2: চাঁদের চির-ছায়াবৃত অঞ্চলে জলের অস্তিত্ব নিশ্চিত করল চন্দ্রযান-২
বিদেশ মন্ত্রকের আরও দাবি, তালিবান (Taliban) সরকার আফগানিস্তানের (Afghanistan) সংখ্যাগরিষ্ঠ মানুষের অমতে তৈরি। ওই সরকার সমস্ত আন্তর্জাতিক চুক্তি, রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের এবং রাষ্ট্রসংঘের মানবাধিকার কমিশনের রেজোলিউশন লঙ্ঘন করেছে। তালিবান আফগান মহিলাদের অধিকার খর্ব করেছে। বিশ্বের সমস্ত আফগান দূতাবাসে এখনও আফগানিস্তানের (Afghanistan) পতাকাই রয়েছে।