Strange Law: স্ত্রীর জন্মদিন ভুললেই স্বামী সটান জেলে! একুশে আইন?
শাস্তি দিয়ে স্বামীকে সংশোধনেরই চেষ্টা হয়। যাতে আগামি দিনে তিনি ওই ভুল আর না করেন।
নিজস্ব প্রতিবেদন: সুকুমার রায়ের একুশে আইন কে ভুলতে পারে? সেখানে নিয়মের কোনও মাথামুন্ডু নেই। কোন দেশ সেটা?
কেউ তা জানে না? কিন্তু আপাতত প্রায় এই একুশে ধাঁচেরই এক আইনের কথা জেনে মানুষ সেই জায়গাটি সম্পর্কে জানতে আগ্রহী হয়ে উঠেছেন। দেশটির নাম সামোয়া। আর আইন? সে দেশে স্ত্রীর জন্মদিন ভুললে সটান জেল স্বামীর!
প্রশান্ত মহাসাগরের হাওয়াই ও নিউজিল্যান্ডের মাঝে ছোট্ট দ্বীপদেশ-- সামোয়া। অপূর্ব সুন্দর এই দেশে রয়েছে কঠোর এই নিয়ম। স্ত্রীর জন্মদিন ভুলে গেলে এই দেশ স্বামীদের কপালে পোড়ে। সামোয়ায় স্ত্রীর জন্মদিন ভুলে যাওয়া আইনত দণ্ডনীয়।
সামোয়ায় স্ত্রীর জন্মদিন ভুললে হতে পারে জেলও। সামোয়ার আইন অনুযায়ী, কোনও স্বামী তাঁর স্ত্রীর জন্মদিন ভুল গেলে তা অপরাধ। স্ত্রী যদি পুলিসে এই নিয়ে অভিযোগ দায়ের করেন, তা হলে স্বামীর শাস্তি অবধারিত। শাস্তি দিয়ে আসলে তাঁকে সংশোধন করারই চেষ্টা করা হয়। যাতে আগামি দিনে তিনি আর ওই ভুল না করেন।
(Zee 24 Ghanta App: দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)
আরও পড়ুন: Red Crabs Migration: কাঁকড়ার জন্য 'নো এন্ট্রি' অস্ট্রেলিয়ার রাস্তায়!