‘আজাদ কাশ্মীর’ বাস্তবে সম্ভব নয়, সাফ জানিয়ে দিলেন পাক প্রধানমন্ত্রী
নিজস্ব প্রতিবেদন: ‘আজাদ কাশ্মীর’ বাস্তবে সম্ভব নয়। শুনতে আশ্চর্য লাগলেও এমনই মন্তব্য করলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহিদ খোকান আব্বাসি।
লন্ডন স্কুল অব ইকোনমিক্সে এক অনুষ্ঠানে কাশ্মীর নিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে আব্বাসি বলেন, ‘আজাদ কাশ্মীরের কথা প্রায়ই বলা হয়। কিন্তু এর কোনও বাস্তব ভিত্তি নেই।’ জিও টিভির খবর অনুযায়ী, খোকান বলেন, ‘কাশ্মীর নিয়ে ভারত-পাক সম্পর্ক একমাত্র আলোচনার মাধ্যমেই ভাল হতে পারে।‘
আরও পড়ুন-মুকুলকে 'চাটনি' কটাক্ষ দিলীপের, 'ফালতু লোক' বললেন কেষ্ট
পাক প্রধানমন্ত্রীর ওই মন্তব্যের পর তাঁর দেশে তাঁকে তুলোধনা করছে বিভিন্ন মহল। পাকিস্তান বরাবরই বলে এসেছে, কাশ্মীরের মানুষের লড়াইয়ে তারা সব সময়েই তাদের পাশে রয়েছে। এমনকী কাশ্মীরে জঙ্গি আন্দোলনেও সে দেশ থেকে বিভিন্ন ভাবে সাহায্য দেওয়া হয়ে থাকে এমন প্রমাণও মিলেছে খোদ জঙ্গিদের মুখ থেকে। সেক্ষেত্রে খোদ পাক প্রধানমন্ত্রীর ওই মন্তব্যে আশ্চর্য সে দেশের রাজনৈতিক মহল।
উল্লেখ্য, পাক অধিকৃত কাশ্মীর নিয়ে যথেষ্ট বিড়ম্বনায় রয়েছে পাকিস্তান সরকার। দিনের পর দিন সেখানে পাক সেনার অবর্ণনীয় অত্যাচারের কাহিনি আন্তর্জাতিক আঙিনায় তুলে ধরছেন সেখানকার নেতারা। অথচ পাক সরকার ভারতীয় কাশ্মীরের আজাদি-তে মদত দিলেও অধিকৃত কাশ্মীর নিয়ে বরাবরই নীরব ছিল। এবার ঝুলি থেকে বেড়াল বেরিয়ে পড়ল বলেই মনে করছে কূটনৈতিক বিশেষজ্ঞরা।