থুতনিতে কী নিয়ে হেঁটে বিশ্ব রেকর্ড করলেন এক মার্কিনি ব্যক্তি, জানেন?
হাঁটার সময়ে ডেভিডের মাথা ব্যথা করছিল বলে জানান তিনি। হাঁটা শেষে তাঁকে অনেকক্ষণ মাটিতে শুয়ে থাকতেও দেখা গিয়েছিল। অনেকক্ষণ পরে তিনি স্বাভাবিক হতে পেরেছিলেন।
নিজস্ব প্রতিবেদন: ২৫০টি বিশ্ব রেকর্ড ভেঙে ফেললেন এক ব্যক্তি। তাঁর নাম ডেভিড রাশ। তিনি রেসিং ট্র্যাকে ১ ঘণ্টা ৭ মিনিট হাঁটলেন। হাঁটলেন ৩.৪ মাইল। ঘটনাটি যুক্তরাষ্ট্রের উত্তর-পশ্চিমাঞ্চলীয় আইদাহো অঞ্চলের।
কী ভাবে হেঁটে রেকর্ড করলেন ডেভিড?
গিনেস কর্তৃপক্ষ জানায়, ডেভিস রাশের আগে আর কেউ এভাবে থুতনিতে গিটার নিয়ে এতটা পথ পাড়ি দেননি। তাঁর এ কীর্তি অনন্য। এই কীর্তিই তাঁকে গিনেস বুকে নাম তুলতে সাহায্য করেছে। সংশ্লিষ্ট স্টেডিয়ামে দৌড়নোর ট্র্যাকটিতে ১৩ বার হেঁটে পাড়ি দিতে হয়েছে ডেভিডকে।
বিশ্ব রেকর্ড গড়তে পেরে খুবই আনন্দিত ডেভিড। রেকর্ড গড়া বিষয়ে ডেভিড বলেন, হাঁটার সময়ে তাঁকে হালকা বাতাসের বিরুদ্ধে লড়াই করতে হয়েছিল। সজাগ থাকতে হয়েছিল, যাতে ভারসাম্য হারিয়ে গিটারটি থুতনি থেকে পড়ে না যায়। হাঁটার সময়ে তাঁর মাথাও ব্যথা করছিল বলে পরে জানান তিনি। হাঁটা শেষে তাঁকে তাই অনেকক্ষণ মাটিতে শুয়ে থাকতে দেখা গিয়েছিল। অনেকক্ষণ পরে তিনি স্বাভাবিক হতে পেরেছিলেন।
আরও পড়ুন: Russia-Ukraine War: ইউক্রেনে ১০০ কোটি পাউন্ডের অস্ত্রসাহায্য করবে যুক্তরাজ্য