'মিনি ভারতের সাক্ষী হলাম', মায়ানমারে ইন্ডিয়ান কমিউনিটি নিয়ে মন্তব্য মোদীর

Updated By: Sep 7, 2017, 10:16 AM IST
'মিনি ভারতের সাক্ষী হলাম', মায়ানমারে ইন্ডিয়ান কমিউনিটি নিয়ে মন্তব্য মোদীর

ওয়েব ডেস্ক: মায়ানমার সফরে গিয়ে 'মিনি ভারতের সাক্ষ্মী থাকলেন' ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।  সু চি-র দেশে গিয়ে ইন্ডিয়ান কমিউনিটির সামনে নিজের বক্তব্য রাখতে গিয়ে ভারতের প্রধানমন্ত্রী জানালেন, "আমি আজ স্বচক্ষে মিনি ভারতের সাক্ষী থাকতে চলেছি।" একই সঙ্গে নরেন্দ্র মোদী বলেন, "মায়ানমারের সহৃদয় ভূমিকা ছাড়া ভারতের স্বাধীনতা সংগ্রাম অসম্পূর্ণ"। উল্লেখ্য, ভারত সরকারের প্রশংসা করতে গিয়ে মায়ানমারের ইন্ডিয়ান কমিউনিটির সামনে এদিন নোট বন্দি ইস্যুও তুলে ধরেন নমো। গুডস অ্যান্ড সার্ভিসেস ট্যাক্স এবং নোট বন্দির সিদ্ধান্ত ভারত সরকারের একটি 'ভয়ডরহীন সিদ্ধান্ত', একথাই জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। "আমাদের কাছে দেশ সবার প্রথমে। তাই দেশের মানুষের কল্যাণের জন্যই সরকার এই সিদ্ধান্ত নিয়েছে", কমিউনিটির অনুষ্ঠানে মন্তব্য নমোর।  

মায়ানমার এবং ভারতের মৈত্রী প্রসঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানান, "মায়ানমার-ভারত বন্ধুতাকে ফাইভবি (5B) দিয়ে সংজ্ঞায়িত করা হলেও, দুই দেশের মৈত্রীর বন্ধনের মধ্যে আসলে আরও একটি 'বি' লুকিয়ে আছে। বি= 'ভরসা' (ট্রাস্ট/Trust) অর্থাৎ বিশ্বাস।" অবশ্যই পড়ুন- মায়ানমারে মোদী, সু চি-র সঙ্গে আলোচনায় উঠবে রোহিঙ্গাদের উপর অত্যাচার প্রসঙ্গ

.