Hurricane Ida: ঝড় ঘুরিয়ে দিল আস্ত নদীকে!

এ বিষয়ে আরও অনুসন্ধানের প্রয়োজন বলে মনে করেন বিশেষজ্ঞদের একাংশ।

Updated By: Aug 30, 2021, 11:31 PM IST
Hurricane Ida: ঝড় ঘুরিয়ে দিল  আস্ত নদীকে!

নিজস্ব প্রতিবেদন: ঝড়ের কাণ্ডের শেষ নেই। কিন্তু তাই বলে ঘূর্ণিঝড় আস্ত নদীকে ঘুরিয়ে দেয়! তা-ও ঘটল। আমেরিকায় ঘূর্ণিঝড়ের ধাক্কায় অভিমুখ বদলাল নদীর।

রবিবার দুপুরে আমেরিকার দক্ষিণ উপকূলে আছড়ে পড়ে ক্যাটাগরি-৪ হ্যারিকেন 'ইদা'। লুইজিয়ানায় (Louisiana) আছড়ে পড়া এই ঘূর্ণিঝড়ের গতি ছিল ঘণ্টায় ১৫০ মাইল। জানা গিয়েছে, এহেন ঘূর্ণিঝড়ের ধাক্কায় কিছুক্ষণের জন্য স্বভাব বদলেছিল মিসিসিপি নদীর (Mississippi River)। ঝড়ের প্রভাবে স্বাভাবিক গতিপথ পরিবর্তন করে আচমকাই উল্টো পথে প্রবাহিত হতে শুরু করে মিসিসিপি। আবহাওয়া বিশেষজ্ঞদের কথায়, যা এক বিরল ঘটনা।

আরও পড়ুন: Ida: আসছে 'অতি ভয়ঙ্কর' হারিকেন 'ইদা', আতঙ্কিত শহর

ইদা'র প্রভাবে মারাত্মক ক্ষতি হয়েছে। গাছ ভেঙে পড়েছে, বাড়ির ছাদ উপড়ে গিয়েছে। বিদ্যুৎসংযোগ নেই। প্রায় ১০ লক্ষ মানুষ সঙ্কটে। প্রায় ২-৭ ফুট জলোচ্ছ্বাসের আশঙ্কা করা হয়েছিল। U.S. Geological Survey-র তরফে জানানো হয়েছে, রবিবার সেই ঝড়ের জেরে মিসিসিপি নদীর গতি মন্থর হয়ে পড়ে। যে নদীর জলস্রোত গাল্ফ অফ মেক্সিকোয় প্রতি সেকেন্ডে ৩০০০০০ ঘনফুট গতিতে গিয়ে পড়ে, ঝড়ের টানে সেই নদীস্রোতই প্রতি সেকেন্ডে ৪০,০০০ ঘনফুট জল নিয়ে কয়েক ঘণ্টা ধরে উল্টো মুখে বয়ে গিয়েছিল!

মিসিসিপি'র এই গতিপথ বদলকে অতি বিরল ঘটনা বলে মন্তব্য করেন আবহাওয়াবিদেরা। যদিও তাঁরা বলেছেন বিষয়টি একেবারে অস্বাভাবিকও নয়। তবে এ বিষয়ে আরও অনুসন্ধানের প্রয়োজন বলে মনে করেন বিশেষজ্ঞদের একাংশ। 

(Zee 24 Ghanta App : দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

আরও পড়ুন: Northest Island: পৃথিবীর উত্তরতম বিন্দু 'আবিষ্কার' করে বিস্মিত বিজ্ঞানীরাই

.