৪০ বছর পর কালবুকোর ঘুম ভাঙার ভয়ঙ্কর সুন্দর ছবি

ঘুম ভাঙল দৈত্যর। প্রায় চার দশকেরও বেশি সময় পরে ফুঁসে উঠল চিলির কালবুকো আগ্নেয়গিরি। চিলির রাজধানী সান্তিয়াগো থেকে এক হাজার কিলোমিটার দক্ষিণে পুয়ের্তো ভারাসের কাছে অবস্থিত এ আগ্নেয়গিরিতে অগ্নুৎপাত শুরু হয়।

Updated By: Apr 23, 2015, 03:54 PM IST
৪০ বছর পর কালবুকোর ঘুম ভাঙার ভয়ঙ্কর সুন্দর ছবি

ওয়েব ডেস্ক: ঘুম ভাঙল দৈত্যর। প্রায় চার দশকেরও বেশি সময় পরে ফুঁসে উঠল চিলির কালবুকো আগ্নেয়গিরি। চিলির রাজধানী সান্তিয়াগো থেকে এক হাজার কিলোমিটার দক্ষিণে পুয়ের্তো ভারাসের কাছে অবস্থিত এ আগ্নেয়গিরিতে অগ্নুৎপাত শুরু হয়।

বেশ কয়েক হাজার মানুষকে নিরাপদ দূরত্বে সরিয়ে নিয়ে যাওয়া হয়। প্রতিবেশী দেশ আর্জেন্টিনা থেকেও এই আগ্নেয়গিরির ভয়ঙ্কর রূপ দেখা যাচ্ছে।

ঘটনার পরপরই আগ্নেয়গিরির আশেপাশের ২০ কিলোমিটার এলাকাজুড়ে মহাবিপদ সঙ্কেত জারি হয়। চিলির ৯০টি সক্রিয় আগ্নেয়গিরির মধ্যে কালবুকো একটি। দেশটির তিনটি বিপজ্জনক আগ্নেয়গিরির মধ্যে এটিকে ধরা হয়। ১৯৭২ সালে শেষবার কালবুকো আগ্নেয়গিরিতে অগ্নুৎপাতের ঘটনা ঘটেছিল।

 

 

.