আগামী দশকেই চাঁদে বাসা বাঁধতে পারে মানুষ, দাবি গবেষণায়
অপেক্ষা আর মাত্র এক দশক বা তার কিছু বেশি। তারপরেই মানুষ সম্ভবত বাসা বাধতে পারবে চাঁদে। নাসার অনুদানে করা একটি গবেষণায় এমনটাই দাবি করা হয়েছে।
ওয়েব ডেস্ক: অপেক্ষা আর মাত্র এক দশক বা তার কিছু বেশি। তারপরেই মানুষ সম্ভবত বাসা বাধতে পারবে চাঁদে। নাসার অনুদানে করা একটি গবেষণায় এমনটাই দাবি করা হয়েছে।
গত ২০ জুলাই ধুমধাম করে হয়ে গেল চাঁদে মানুষের প্রথম পা রাখার ৪৬ বছর পালন। ওই দিনই পৃথিবীর একমাত্র উপগ্রহ আরও একবার জয় করার কথা ঘোষণা করল NexGen Space LLC। তাদের দাবি চাঁদে বসতি গড়ার রোডম্যাপ এবং দিনক্ষণ মোটামুটি সাড়া।
নাসা এই রোডম্যাপে সম্মত হলে ২০১৭ সালেই রোবোটিক রিটার্ন সম্পন্ন হয়ে যাবে। ২০১৯-২০২০ সালেই পরিকল্পনার বাস্তবায়ন প্রক্রিয়া শুরু হয়ে যাবে।
২০২১ সালে চাঁদের মাটিতে যান্ত্রিকভাবে স্থায়ী বাসস্থান গড়ে তোলার কাজ শুরু হয়ে যাবে। অনুমান করা হচ্ছে ওই বছরের শেষের দিকেই চাঁদের মাটিতে ফের মানুষের পয়া পড়বে।
নির্ধারিত বাজেটেই সমস্ত কাজটি সেরে ফেলা সম্ভব বলে জানিয়েছে ওই স্পেস এজেন্সি। পাবলিক-প্রাইভেট পার্টনারশিপে সমগ্র প্রক্রিয়াটি সম্পন্ন হবে বলে জানা গেছে।