জুম্মার নামাজে মসজিদে ভয়ঙ্কর বিস্ফোরণ, ইমাম সহ নিহত কমপক্ষে ১২

ইদ(Eid) উপলক্ষে ৩ দিনের সংঘর্ষ বিরতির ডাক দেয় তালিবান

Updated By: May 14, 2021, 04:59 PM IST
জুম্মার নামাজে মসজিদে ভয়ঙ্কর বিস্ফোরণ, ইমাম সহ নিহত কমপক্ষে ১২

নিজস্ব প্রতিবেদন: রমজান শেষ হতেই সন্ত্রাস ফিরল আফগানিস্তানে। শুক্রবার ছিল ইদ। এদিনই ছিল বিশেষ প্রার্থনা জুম্মা। এমন একটি দিনে বিস্ফোরণে কেঁপে উঠল উত্তর কাবুলের একটি মসজিদ। এখনওপর্যন্ত পাওয়া খবর অনুযায়ী ওই বিস্ফোরণে মৃত্য়ু হয়েছে ১২ জনের। মৃতদের মধ্যে মসজিদের ইমামও রয়েছেন।

আরও পড়ুন-রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে আরও ১ কোটি ৯২ লক্ষ টিকা বিনামূল্যে দেবে কেন্দ্র, ঘোষণা জাভড়েকরের

উত্তর কাবুলের সকার ডেরা জেলার ওই মসজিদের ভেতরে লুকিয়ে রাখা হয়েছিল একটি শক্তিশালী বোমা। শুক্রবার জুম্মায় প্রার্থনার জন্য মসজিদ যখন প্রায় ভরতে শুরু করেছে তখনই বোমাটি ফেটে যায়।

কাবুল(Kabul) পুলিসের মুখপাত্র ফিরদৌস ফাজামাস সংবাদমাধ্যমে জানিয়েছে, বিস্ফোরণে কমপক্ষে ১২ জনের মৃত্যু হয়েছে। আহত ১৫ জনেরও বেশি। বিস্ফোরণে নিহত হয়েছেন মসজিদের ইমাম মুফতি নৌমান। কারা ওই বিস্ফোরণের সঙ্গে জড়িত তা এখনও বোঝা যাচ্ছে না। কোনও জঙ্গি গোষ্ঠী এখনওপর্যন্ত বিস্ফোরণের দায় স্বীকার করেনি।

আরও পড়ুন- সন্তানকে কোলে নিয়ে বেরিয়ে পড়েন করোনা আক্রান্ত 'মানসিক ভারসাম্যহীন বাবা', তারপর...

উল্লেখ্য, ইদ(Eid) উপলক্ষে ৩ দিনের সংঘর্ষ বিরতির ডাক দেয় তালিবান(Taliban)। তাতে সায় দেয় আফগান সরকার। ওই সময়সীমা শেষ হওয়ার আগেই বিস্ফোরণ ঘটনো হল মসজিদে।

.