রেকর্ড বৃষ্টিতে ঐতিহাসিক বন্যা
রেকর্ড বলে রেকর্ড। গত তিন দিনে বৃষ্টি হল ২০ ইঞ্চি! রেকর্ড বৃষ্টিতে ভয়াবহ বন্যা মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ লুসিয়ানায়। সেই যে গত শুক্রবার থেকে লুসিয়ানায় মুষুলধারায় বৃষ্টি শুয়েছে, উইকএন্ড জুড়ে চলল বৃষ্টি। এতটা বৃষ্টি হবে আবহাওয়া দফতরও বুঝতে পারেনি। এত মুষুলধারায় বৃষ্টি দেখেনি বলে লুসিয়ানার প্রবীণ বাসিন্দারাও জানালেন। অত্যধিক আদ্রতার কারণেই এই অত্যধিক বৃষ্টি বলে জানিয়েছে আবহাওয়া দফতর।
ওয়েব ডেস্ক: রেকর্ড বলে রেকর্ড। গত তিন দিনে বৃষ্টি হল ২০ ইঞ্চি! রেকর্ড বৃষ্টিতে ভয়াবহ বন্যা মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ লুসিয়ানায়। সেই যে গত শুক্রবার থেকে লুসিয়ানায় মুষুলধারায় বৃষ্টি শুয়েছে, উইকএন্ড জুড়ে চলল বৃষ্টি। এতটা বৃষ্টি হবে আবহাওয়া দফতরও বুঝতে পারেনি। এত মুষুলধারায় বৃষ্টি দেখেনি বলে লুসিয়ানার প্রবীণ বাসিন্দারাও জানালেন। অত্যধিক আদ্রতার কারণেই এই অত্যধিক বৃষ্টি বলে জানিয়েছে আবহাওয়া দফতর।
দেখুন-কলকাতার জলছবি
বৃষ্টির পর আর পাঁচটা বন্যায় যে ছবিটা দেখা যায় সেটা এখানেও হয়েছে। ৯টা নদীর জল উপচে এসে পড়েছে গোটা এলাকায়। বাসিন্দারা জলবন্দি। উদ্ধারকার্য চলছে যুদ্ধকালীন পরিস্থিততে। প্রশাসন কিছুটা অপ্রস্তুত। কারণ হাওয়া বেলুন, যার মাধ্যমে প্রায় নিখুঁত আবহাওয়ার পূর্বাভাস পাওয়া যায় সে পর্যন্ত আন্দাজ করতে পারেনি এত বৃষ্টি হবে। মার্কিন মুলুকে বন্যা নতুন নয়। ক মাসে আগেই টেক্সাসে বড় মাপের বন্যা হয়। কিন্তু ২০ ইঞ্চি বৃষ্টির ফলে বন্যা! সেটা তো কিছুটা নতুন বটেই। তাই অনেকেই এই বন্যাকে ঐতিহাসিক বলছেন।