হন্ডুরাসে কারাগারে আগুন, মৃত কমপক্ষে ৩৬০
হন্ডুরাসের কোমায়াগুয়া শহরে একটি কারাগারে আগুন লেগে অগ্নিদগ্ধ ও শ্বাসরুদ্ধে হয়ে মারা গেলেন ৩৬০ জন বন্দী। মৃতের সংখ্যা আরও বাড়তে বলেই আশঙ্কা।
হন্ডুরাসের কোমায়াগুয়া শহরে একটি কারাগারে আগুন লেগে অগ্নিদগ্ধ ও শ্বাসরুদ্ধে হয়ে মারা গেলেন ৩৬০ জন বন্দী। মৃতের সংখ্যা আরও বাড়তে বলেই আশঙ্কা।
বুধবার সে দেশের পুলিস সূত্রে খবর, মঙ্গলবার মাঝ রাতে আগুন লাগে ওই কারাগারে। আগুন এতটাই ভযাবহ আকার ধারণ করে যে, ২ ঘণ্টারও বেশি সময় লেগে যায় আগুন নিয়ন্ত্রণে আনতে। কারাগারের বেশির ভাগ বন্দীই অগ্নিদগ্ধ ও শ্বাসরোধ হয়েই মারা যান।
তবে ঠিক কী কারণে আগুন লাগল তা নিয়ে পুলিস ও দমকল কর্মীদের প্রাথমিক অনুমান, শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে। যদিও হন্ডুরাসের সংবাদমাধ্যমগুলির দাবি, ওই কারাগারে বন্দীদের মধ্যে দাঙ্গা লাগে। সেই দাঙ্গা চলাকালীন ইচ্ছাকৃত ভাবেই কেউ আগুন ধরিয়ে দিয়েছে। মৃত বন্দীদের আত্মীয়রা জানান, আগুন থেকে বাঁচতে কোনও কোনও বন্দী কারাগারের দেওয়াল ভেঙে পালিয়ে গিয়েছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে। কজন বন্দী পালিয়ে গিয়েছে, তাও খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিস।