পাকিস্তানে হিন্দু বিবাহ বিল

অনেক দিনের সমস্যা। সমস্যাটা একেবারেই পাকিস্তানে বসবাসকারী হিন্দুদের। দীর্ঘ দিনের টানাপোড়েনের পর অবশেষে পাকিস্তানের পার্লামেন্টে পেশ করা হল 'হিন্দু বিবাহ বিল, ২০১৬'।

Updated By: Aug 19, 2016, 04:08 PM IST
পাকিস্তানে হিন্দু বিবাহ বিল

ওয়েব ডেস্ক: অনেক দিনের সমস্যা। সমস্যাটা একেবারেই পাকিস্তানে বসবাসকারী হিন্দুদের। দীর্ঘ দিনের টানাপোড়েনের পর অবশেষে পাকিস্তানের পার্লামেন্টে পেশ করা হল 'হিন্দু বিবাহ বিল, ২০১৬'।

আরও পড়ুন- পাকিস্তানি সাংবাদিককে 'যোগ্য জবাব' দিলেন অমিতাভ বচ্চন

এতদিন পাকিস্তানের বসবাসকারী হিন্দু সংখ্যালঘুদের বিবাহের ক্ষেত্রে আইনি স্বীকৃতির ব্যাপারে নানান সমস্যা ছিল। আশা করা হচ্ছে এই বিল পাক পার্লামেন্টে পাশ হয়ে গেলে সেখানকার 'সংখ্যালঘু হিন্দুদের' বিবাহ সংক্রান্ত যেকোনও বিষয় আইনি শিলমোহর পাবে। উল্লেখ্য, এই বিলে বর্তামান পাকিস্তানের শাসক দল তাথা নওয়াজ শরিফের PMLN-এর সমর্থন রয়েছে। ফলে এই বিলের আইনে পরিণত হওয়ার ব্যাপারে অনেকটাই আশাবাদী সেদেশের সংখ্যালঘু হিন্দুরা।.

আরও পড়ুন- 'মরা গরু কোটি টাকা'

.