হিলারিকে জুতো ছুঁড়লেন ব্লন্ড তরুণী

জর্জ বুশের পর এবার হিলারি ক্লিন্টন। ফের জুতো ছুঁড়ে প্রতিবাদের শিকার হতে হল মার্কিন মুলুকের শীর্ষস্থানীয় জনপ্রতিনিধিকে। লাস ভেগাসে একটি কনভেনশনে বক্তৃতা শুরুর ঠিক আগে প্রাক্তন বিদেশ সচিব হিলারি ক্লিলটনকে লক্ষ্য করে জুতো ছুঁড়লেন এক অজ্ঞাত পরিচয় মহিলা। কোনও রকমে মাথা সরিয়ে জুতোর আঘাত থেকে রক্ষা পেয়ে যান প্রাক্তন মার্কিন ফার্স্ট লেডি।

Updated By: Apr 11, 2014, 02:23 PM IST

------------------------------------------------------------------------
জর্জ বুশের পর এবার হিলারি ক্লিন্টন। ফের জুতো ছুঁড়ে প্রতিবাদের শিকার হতে হল মার্কিন মুলুকের শীর্ষস্থানীয় জনপ্রতিনিধিকে। লাস ভেগাসে একটি কনভেনশনে বক্তৃতা শুরুর ঠিক আগে প্রাক্তন বিদেশ সচিব হিলারি ক্লিলটনকে লক্ষ্য করে জুতো ছুঁড়লেন এক অজ্ঞাত পরিচয় মহিলা। কোনও রকমে মাথা সরিয়ে জুতোর আঘাত থেকে রক্ষা পেয়ে যান প্রাক্তন মার্কিন ফার্স্ট লেডি।

থতমত খেয়ে যাওয়ার পর হিলারি মঞ্চে দাঁড়িয়ে মজার কথা বলা শুরু করেন। ``ওরে বাবা! কঠিন বর্জ্য ব্যবস্থাপনার বিষয়টি (এই বিষয়েই তিনি বক্তৃতা দিতে এসেছিলেন) এত বিতর্কিত তা তো জানতাম না! ``এরপর বলেন,`` ভাগ্যিস উনি আমার মতো সফট বল খেলেননি। কালো ও কমলা রঙের একটা জুতো স্টেডের মধ্যে পড়ে থাকতে দেখা যায়। মার্কিন এক ওয়েবসাইটে প্রকাশ, পিছন থেকে প্রায় ছটি সারি এগিয়ে এসে ওই মহিলা জুতো ছোঁড়েন। তারপর পিছনে ঘুরে হাত তুলে ধরেন।``

সঙ্গে সঙ্গে গ্রেফতার করা হয় সেই অজ্ঞাতপরিচয় মহিলাকে (ছবিতে সেই মহিলা)। তাঁর দু পায়েই ছিল জুতো। ব্যাগে করে লুকিয়ে অতিরিক্ত জুতো এনেছিলেন। অবাক করা কথা হল, কনভেনশনে ঢোকার জন্য তাঁর কাছে কোনও আমন্ত্রণপত্র বা টিকিট ছিল না। ওই মহিলাকে জেরা করা হচ্ছে এবং তাঁর বিরুদ্ধে ফৌজদারি অভিযোগ আনা হতে পারে।

প্রসঙ্গত, ২০০৮ সালে বাগদাদে জর্জ বুশকে জুতো ছুঁড়ে প্রতিবাদ জানিয়েছিলেন নতাজের আল-জায়েদী নামের এক ইরাকি সাংবাদিক।

.