Joe Biden: করমণ্ডল এক্সপ্রেসের ভয়াবহ দুর্ঘটনা নিয়ে কী বললেন জো বাইডেন?
Joe Biden on Coromandel Express Accident: শোকপ্রকাশ করলেন আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন এবং আমেরিকার ফার্স্ট লেডি। বাইডেন জানিয়েছেন, তিনি এবং তাঁর স্ত্রী জিল এই ঘটনায় দারুণ মর্মাহত। মৃতদের আত্মার শান্তি কামনা করেছেন তাঁরা।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: সারা বিশ্ব স্তম্ভিত ওড়িশায় করমণ্ডল এক্সপ্রেসের দুর্ঘটনা নিয়ে। অ্যাকসিডেন্টের এই ভয়াবহ রূপ দেখে শিউরে উঠছেন বিশ্বনেতারা। অনেকেই সমবেদনা জানিয়েছেন। শোকপ্রকাশ করেছেন আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেনও। তিনি জানিয়েছেন, তিনি এবং তাঁর স্ত্রী অর্থাৎ, আমেরিকার ফার্স্ট লেডি জিল এই ঘটনায় গভীর ভাবে মর্মাহত। মৃতদের আত্মার শান্তি কামনা করছেন তাঁরা।
আরও পড়ুন: Akhand Bharat Mural: লুম্বিনী 'ভারতের মানচিত্রে' কেন? রুষ্ট নেপাল...
গতকাল শনিবারই ওড়িশার দুর্ঘটনা প্রসঙ্গে বিবৃতি দিয়েছেন জো বাইডেন। মার্কিন প্রেসিডেন্ট বলেছেন, ভারতের ভয়ংকর ট্রেন দুর্ঘটনার খবরে আমি এবং জিল মর্মাহত। যাঁরা কাছের মানুষকে হারিয়েছেন, যাঁরা দুর্ঘটনায় আহত হয়েছেন, তাঁদের জন্য প্রার্থনা করছি। বাইডেন যোগ করেন-- ভারত এবং আমেরিকার মধ্যে নিবিড় বন্ধন রয়েছে। এই দুর্ঘটনায় ভারতের পাশাপাশি আমেরিকাও শোকস্তব্ধ। ভারতের এই রেল দুর্ঘটনা আমাদের ভাবনায় থাকবে!
শুক্রবার সন্ধে সাড়ে ছটা নাগাদ আপ করমণ্ডল এক্সপ্রেস ওড়িশার বালেশ্বরের বাহানগা বাজারের কাছে দুর্ঘটনার কবলে পড়ে। তা সোজা গিয়ে ধাক্কা মারে লুপ লাইনে দাঁড়িয়ে থাকা মালগাড়িকে। করমণ্ডলের একাধিক কামরা ছিটকে গড়িয়ে যায় পাশের লাইনে। সেই লাইনে একই সময় ছুটছিল বেঙ্গালুরু-হাওড়া সুপারফাস্ট এক্সপ্রেস। সেই ট্রেনেরও দু'টি কামরা বেলাইন হয়ে যায়। এই ঘটনায় এখনও পর্যন্ত ২৭৫ জনের মৃত্যু হয়েছে। আহত ৮০০-রও বেশি। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে সব তরফেই।
আরও পড়ুন: Japan's Birth Rate: ধেয়ে আসছে অন্য বিপদ! ২০৩০ সাল থেকে দেশে তরুণ প্রজন্মের সংখ্যা ভয়ংকর রকম কমতে শুরু করবে...
আজ, রবিবার সকালে রেল জানিয়েছে, শনিবার রাতেই লাইনচ্যুত কামরাগুলি সরিয়ে ফেলা হয়েছে। এলাকা পরিষ্কার করার কাজ চলছে দ্রুত গতিতে। প্রাথমিক উদ্ধারকাজও শেষ। ভেঙে বিচ্ছিন্ন হয়ে যাওয়া রেলট্র্যাক জোড়া হচ্ছে। রেলপরিষেবা স্বাভাবিক করার জন্য সবরকম চেষ্টা করছে রেল। স্বয়ং রেলমন্ত্রী সমস্ত কাজ খতিয়ে দেখছেন। রেলের তরফে জানানো হয়েছে, আগামী বুধবারের মধ্যে ওই রুটে রেলচলাচল স্বাভাবিক করে তোলার চেষ্টা করা হচ্ছে।