ম্যান্ডেলার জন্মদিনে উচ্ছাসে মিলে গেল উদ্বেগ

আজ আজ ৯৪-এ পা দিলেন নেলসন ম্যান্ডেলা। আফ্রিকায় বর্ণবিদ্বেষের বিরুদ্ধে লড়াইয়ের এই নেতার জন্মদিন পালিত হবে বিশ্বজুড়ে। ম্যান্ডেলার জন্মদিন উপলক্ষে আজ বিশেষ বৈঠকের আয়োজন করা হয়েছে রাষ্ট্রসঙ্ঘে। উদ্বেগ আর উচ্ছ্বাস। এই দুটোই এখন ঘিরে রেখেছে দক্ষিণ আফ্রিকাকে। কেমন আছেন মাদিবা? প্রতি মুহূর্তে সেই খবরটুকু পেতে যেমন উদগ্রীব ওরা, তেমনই ওদের আচ্ছন্ন করে রেখেছে আঠোরেই জুলাইয়ের মাদকতা। প্রতিবছর এই দিনটিতেই যে মাদিবাকে আরও নিবিড় করে পান দক্ষিণ আফ্রিকার মানুষ।

Updated By: Jul 18, 2013, 09:11 AM IST

আজ আজ ৯৪-এ পা দিলেন নেলসন ম্যান্ডেলা। আফ্রিকায় বর্ণবিদ্বেষের বিরুদ্ধে লড়াইয়ের এই নেতার জন্মদিন পালিত হবে বিশ্বজুড়ে। ম্যান্ডেলার জন্মদিন উপলক্ষে আজ বিশেষ বৈঠকের আয়োজন করা হয়েছে রাষ্ট্রসঙ্ঘে। উদ্বেগ আর উচ্ছ্বাস। এই দুটোই এখন ঘিরে রেখেছে দক্ষিণ আফ্রিকাকে। কেমন আছেন মাদিবা? প্রতি মুহূর্তে সেই খবরটুকু পেতে যেমন উদগ্রীব ওরা, তেমনই ওদের আচ্ছন্ন করে রেখেছে আঠোরেই জুলাইয়ের মাদকতা। প্রতিবছর এই দিনটিতেই যে মাদিবাকে আরও নিবিড় করে পান দক্ষিণ আফ্রিকার মানুষ।
 
তাই প্রতিবছরের মতো এবারও আগে থেকেই শুরু হয়ে গিয়েছিল প্রস্তুতি।
 
নাচ-গান-আবৃত্তি আর মোমবাতির আলোয় মাদিবাকে শুভেচ্ছা জানানোর পালা শুরু হয়ে গিয়েছে বুধবার থেকেই
 
কিন্তু, যে মানুষটিকে ঘিরে এতকিছু, কেমন আছেন তিনি? ম্যান্ডেলাকন্যা জিঞ্জি বলছেন, প্রাক্তন রাষ্ট্রপ্রধানের দ্রুত সুস্থ হয়ে উঠছেন তাঁর বাবা। জিঞ্জির এই আশ্বাসই এখন উত্সবের বাণ ডেকেছে দক্ষিণ আফ্রিকায়।
 
বর্ণবিদ্বেষী শাসনের রাহুগ্রাস থেকে মুক্তি, রামধনুর দেশে বহুজাতির রঙে ডানা মেলা গণতন্ত্রের প্রজাপতি। আঠেরোই জুলাই যেন এই মুহূর্তগুলো অনেক বেশি করে ধরা দেয় স্মৃতির পর্দায়।
 
সাতাশ বছর অন্ধ কুঠুরিতে রেখেও যে মানুষটির আলোর পথে হাঁটাকে আটকানো যায়নি, শান্তিকামী সেই মানুষের সেই নেতার জন্মদিনে বিশেষ বৈঠকের আয়োজন করেছে রাষ্ট্রসঙ্ঘ। গণতন্ত্র প্রতিষ্ঠা এবং বর্ণবৈষম্যের বিরুদ্ধে ম্যান্ডেলার লড়াইকেই বিশেষ সম্মান জানানো হবে এই বিশেষ বৈঠকে। বক্তব্য রাখবেন প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিনটন, রেভারেন্ড জেসি জ্যাকসন, গায়ক-অভিনেতা হ্যারি বেলাফন্টে প্রমুখ।
 
আর যাঁকে ঘিরে এতকিছু, জন্মদিনটা তাঁর কেটে যাবে হাসপাতালের বিছানায় শুয়েই। গোটা বিশ্বের শুভেচ্ছারা লাইন করে দাঁড়াবে প্রিটোরিয়া হাসপাতালের দরজায়। ঘরে নিজের প্রিয়জনদের কাছে ফেরার আকুলতা নিয়েই নিজের জন্মদিনটা কাটিয়ে দেবেন সারা দুনিয়ার মুক্তিকামী মানুষের আইকন নেলসন ম্যান্ডেলা।

.