Shooting in USA: মার্কিন বিশ্ব বিদ্যালয়ের ক্যাম্পাসে নির্বিচার গুলি আততায়ীর, নিহত কমপক্ষে ৩
Shooting in USA: গুলি চালনার ঘটনা ঘটেছে বিশ্ববিদ্যালয়ের মেইন ক্যাম্পাসে। আততায়ীয় গুলিতে ঘটনাস্থলেই নিহত হন তিনজন। এক আহতের অবস্থা সংকটজনক
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: মার্কিন মুলুকে ফের চলল গুলি। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ঢুকে নির্বিচার গুলি চালাল আততায়ী। তোলপাড় লাস ভেগাসের ইউনিভার্সিটি অব নেভেদা। এখনওপর্যন্ত পাওয়া খবর অনুযায়ী গুলিতে নিহত হয়েছেন ৩ জন। গুরুতর জখম ১। লাস ভেগাস পুলিস সূত্রে খবর, গুলির লড়াইয়ে নিহত হয়েছে হামলাকারী।
আরও পড়ুন-মুখ্যমন্ত্রীর আশ্বাস, কয়েক ঘণ্টার মধ্যেই জলের ব্যবস্থা হল কানু সান্যালের গ্রামে
গুলি চালনার ঘটনা ঘটেছে বিশ্ববিদ্যালয়ের মেইন ক্যাম্পাসে। আততায়ীয় গুলিতে ঘটনাস্থলেই নিহত হন তিনজন। এক আহতের অবস্থা সংকটজনক। তবে হামলাকারী পুলিসের গুলিতে নিহত নাকি সে আত্মহত্যা করেছে তা নিয়ে ধোঁয়াশা রয়েছে। বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষক সংবাদমাধ্য়মে বলেছেন, একর পর এক ৭-৮টি গুলির শব্দ শুনেছি। ওই শব্দ শুনেই আমরা দৌড়ে ভেতরে চলে আসি। বুঝতে পারছিলাম ওই শব্দ আসলে গুলির।
বিশ্ববিদ্যালয় থেকে ফোন পেয়েই ক্যাম্পাসে ছুটে যায় পুলিস। শুরু হয়ে যায় গুলির লড়াই। বিশ্ববিদ্যালয়ের পুলিসের তরফে বলা হয়েছে, হামলাকারী নিহত হয়েছে। লাগ ভেগাস মেট্রোপলিটান পুলিসের আধিকারিক কেভিন ম্যাকহিল সংবাদমাধ্যমে জানিয়েছেন, এখন আর কোনও সমস্যা নেই। ঘটনার পরপরই বিশ্ববিদ্যালয়ের সব ডিপার্টমেন্ট বন্ধ করে দেওয়া হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের বিজনেস স্কুলের বিল্ডিং থেকেই গুলির শব্দ শুনতে পাওয়া যায় বলে জানিয়েছে পুলিস। ঘটনার খবর পেয়েই আধঘণ্টার মধ্যে ঘটনাস্থলে পৌঁছে যায় পুলিস। কিছুক্ষণের মধ্যে হামলাকারীকে খুঁজে বের করা হয়। নেভেদা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেন ২৫০০০ আন্ডার গ্রাজুয়েট ও ৮০০০ পোস্ট গ্রাজুয়েট।
উল্লেখ্য, এর আগে ২০১৭ সালে লাস ভোগাসে এভাবেই গুলি চালিয়েছিল এক আততায়ী। সেবার লাস ভেগাসে একটি মিউজিক ফেস্টিভ্যাল চলছিল। একটি বহুতল হোটেলের জানালা থেকে গুবি চালায় এক ব্যক্তি। ওই ঘটনায় ৬ জনের মৃত্যু হয়। আহত হন একশোরও বেশি মানুষ।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)