নিজস্ব প্রতিবেদন: ফের আফগানিস্তানের জালালাবাদে বিস্ফোরণ। মৃত কমপক্ষে ১০ জন। জানা যাচ্ছে, বুধবার জালালাবাদের একটি সরকারি ভবনে হামলা চালায় জঙ্গিরা। এরপর জঙ্গিদের সঙ্গে গুলি বিনিময় শুরু হয় আফগান সেনার। আহত হয়েছেন কমপক্ষে ১০ জন। নানগরহর প্রদেশের প্রশাসনের তরফে জানানো হয়েছে, আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আরও পড়ুন- সস্তায় ক্যানসার ওষুধ পেতে ভারতের দ্বারস্থ চিন
সংবাদমাধ্যম সূত্রে জানা যাচ্ছে এ দিন স্থানীয় সময় সকাল সাড়ে ৯টা নাগাদ সরকারি ভবনের এডুকেশন ডিপার্টমেন্টের দিকে সেনা অভিযান চালালে পরপর বিস্ফোরণ ঘটায় জঙ্গিরা। ওই ভবনে আটকে পড়েন ৫০ বেশি কর্মী। এই ঘটনার এখনও দায় স্বীকার করেনি কোনও জঙ্গি সংগঠন।
আরও পড়ুন- থাইল্যান্ডে নৌকাডুবে মৃত ৪৪, উদ্ধার ৮৯ পর্যটকের
উল্লেখ্য, মঙ্গলবার জালালাবাদের একটি পেট্রোল পাম্পের সামনে আত্মঘাতী বিস্ফোরণে প্রাণহানি ঘটে কমপক্ষে ১০ জনের। এর মধ্যে অধিকাংশ শিশু ছিল বলে জানা গিয়েছে। এই বিস্ফোরণের দায় স্বীকারও কেউ করেনি।
আরও পড়ুন- আফগানিস্তানে আত্মঘাতী বিস্ফোরণে নিহত ১০, অধিকাংশই শিশু
ফের জালালাবাদে জঙ্গি হামলা, মৃত ১০