গ্রিসের ঋনের বোঝা কমানো ও ঋণশোধের সময়সীমা বাড়ানোর প্রস্তাব আনবেন সিপ্রাস

গ্রিসকে নিয়ে আজ ব্রাসেলসে ইউরোজোনের নেতাদের বৈঠক থেকে নতুন কোনও সমাধান সূত্র বেরোল না। ঋণসঙ্কট মেটাতে বৃহস্পতিবার গ্রিসের তরফে নয়া প্রস্তাব মিলবে বলে তাঁরা আশাবাদী। তারপরই রবিবার ইউরো ইউনিয়নের নেতারা ফের বৈঠকে বসবেন। গণভোটে না-পন্থীরা জয়ী হওয়ার পর ঋণসঙ্কট মেটাতে নয়া প্রস্তাব দিতে গ্রিসের কাছে আর্জি জানিয়েছেন ইউরোজোনের নেতারা। তবে এখনও পর্যন্ত নতুন কোনও প্রস্তাব দেয়নি গ্রিস। জানা গেছে, গ্রিসের পাহাড় পরিমাণ ঋণের বোঝা ৩০ শতাংশ কমানো এবং ঋণশোধের সময়সীমা ২০ বছর বাড়ানোর প্রস্তাব দিতে পারেন প্রধানমন্ত্রী সিপ্রাস। এছ়াড়া আলাদা করে অ্যাঞ্জেলা মার্কেল এবং ফ্রাঁসোয়া অলাঁদের সঙ্গেও দেখা করবেন তিনি। 

Updated By: Jul 8, 2015, 12:44 PM IST
গ্রিসের ঋনের বোঝা কমানো ও ঋণশোধের সময়সীমা বাড়ানোর প্রস্তাব আনবেন সিপ্রাস

ওয়েব ডেস্ক: গ্রিসকে নিয়ে আজ ব্রাসেলসে ইউরোজোনের নেতাদের বৈঠক থেকে নতুন কোনও সমাধান সূত্র বেরোল না। ঋণসঙ্কট মেটাতে বৃহস্পতিবার গ্রিসের তরফে নয়া প্রস্তাব মিলবে বলে তাঁরা আশাবাদী। তারপরই রবিবার ইউরো ইউনিয়নের নেতারা ফের বৈঠকে বসবেন। গণভোটে না-পন্থীরা জয়ী হওয়ার পর ঋণসঙ্কট মেটাতে নয়া প্রস্তাব দিতে গ্রিসের কাছে আর্জি জানিয়েছেন ইউরোজোনের নেতারা। তবে এখনও পর্যন্ত নতুন কোনও প্রস্তাব দেয়নি গ্রিস। জানা গেছে, গ্রিসের পাহাড় পরিমাণ ঋণের বোঝা ৩০ শতাংশ কমানো এবং ঋণশোধের সময়সীমা ২০ বছর বাড়ানোর প্রস্তাব দিতে পারেন প্রধানমন্ত্রী সিপ্রাস। এছ়াড়া আলাদা করে অ্যাঞ্জেলা মার্কেল এবং ফ্রাঁসোয়া অলাঁদের সঙ্গেও দেখা করবেন তিনি। 

 

.