৩ কেজি ৮০০ গ্রাম ওজনের সোনার রাগবি বল প্রদর্শনী টোকিওতে!

সোনার রাগবি বল। ওজন ৩ কেজি ৮০০ গ্রাম। প্রদর্শনী চলছে টোকিও শহরে। এত কাছ থেকে নিরেট সোনার বল দেখে তাজ্জব দর্শকেরা।

Updated By: Jul 17, 2016, 03:34 PM IST
৩ কেজি ৮০০ গ্রাম ওজনের সোনার রাগবি বল প্রদর্শনী টোকিওতে!

ওয়েব ডেস্ক: সোনার রাগবি বল। ওজন ৩ কেজি ৮০০ গ্রাম। প্রদর্শনী চলছে টোকিও শহরে। এত কাছ থেকে নিরেট সোনার বল দেখে তাজ্জব দর্শকেরা।

আরও পড়ুন গ্রিসের নিঃসঙ্গ দ্বীপে বন্দিদশা কাটাচ্ছে পিতৃমাতৃহীন শরণার্থী শিশুরা

টোকিওর এই একজিবিশন হলে ঢুকলেই তাক লেগে যাচ্ছে দর্শকদের। কারণ একটা বিশাল রাগবি বল। নীরেট সোনা দিয়ে তৈরি। ওজন ২ কেজি ৮০০ গ্রাম। দাম পড়বে ৩৮ মিলিয়ন ইয়েন। ডলারে ধরলে দাম ৩ লক্ষ ৭৩ হাজার ৫৭ ডলার।

২০১৯ সালে জাপানে বসবে রাগবি ওয়ার্লড কাপের আসর। তার আগে রাগবি নিয়ে জনমানসে উত্‍সাহ বাড়াতে নীরেট সোনার এই বলটি তৈরি করে প্রদর্শনীর ব্যবস্থা করেছে জাপানের প্রথম সারির এক ডিজাইনার সংস্থা। তবে এর পিছনে রয়েছে অন্য উদ্দেশ্যও।

আরও পড়ুন মস্কোর ডোমোদেডোভো বিমানবন্দরে ফ্লাইট অ্যাটেনডেন্ট-কেবিন ক্রু-রা ফ্যাশন শো মাতালেন

সম্প্রতি ইউরোপীয় ইউনিয়ন থেকে বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে ব্রিটেন। ফলে অস্থিরতা বেড়েছে বাজারে। অনিশচয়তার মুখে সঞ্চয়ের জন্য সোনা কেনার ধূম পড়েছে সাধারণ মানুষের মধ্যে। এই পরিস্থিতিতে কাজে লাগিয়ে সোনার দোকানে ক্রেতা টানার লক্ষ্যেও আয়োজন করা হয়েছে এই প্রদর্শনীর। এক কথায়, একসঙ্গে  রথ দেখা ও কলা বেচা, দুটোই উদ্যোক্তাদের উদ্দেশ্য।

.