জুয়া খেলে ১০০০ কোটি টাকা খোয়ালেন স্মার্টফোন কোম্পানি জিওনির মালিক
২০১৩ সালে ভারতের বাজারে আসে জিওনি। মাত্র ২ বছরের মধ্যেই তারা বাজার স্মার্টফোনের বাজারের অনেকটাই ধরে ফেলে
নিজস্ব প্রতিবেদন: বিপুল সম্পত্তির মালিক। ব্যবসাও চলছে রমরমিয়। তাই পরোয়া নেই। জুয়ায় ১৪ কোটি ৪৪ লক্ষ ডলার হারালেন চিনা স্মার্টফোন নির্মাতাসংস্থা জিওনির মালিক লিউ লিরং। ভারতীয় মূদ্রায় প্রায় ১০০০ কোটি টাকা। ফলে জিওনির ভবিষ্যত এখন কী হবে সেটাই প্রশ্ন।
আরও পড়ুন-নিয়মরক্ষার ম্যাচে নামবেন ফিরহাদ হাকিম, আজ পুরসভার মেয়র নির্বাচন
ভারতের বাজারে ধুমধাম করে এসেছিল জিওনি। ভালোই বাজার করেছিল সস্তার এই ফোন। কিন্তু সংস্থার মালিকের জুয়োর নেশা থাকলে যা হয়। চিনের ২০টি সংস্থা জিওনির কাছ থেকে টাকা পায়। এরা এখন লিউয়ের কাছে টাকা চাইছে। শুধু তাই নয় তারা এখন সেনঝেনের আদালতেও গিয়েছে। ফলে পাওনাদারদের টাকা মেটাতে বিক্রি করেও দিতে হতে পারে জিওনিকে। তবে পাওনাদারদের টাকা তিনি মিটিয়ে দেবেন বলে আশ্বাস দিয়েছেন।
আরও পড়ুন-ফের কেন মেয়ে! দুধের শিশুকে আছাড় বাবার
উল্লেখ্য, ২০১৩ সালে ভারতের বাজারে আসে জিওনি। মাত্র ২ বছরের মধ্যেই তারা বাজার স্মার্টফোনের বাজারের অনেকটাই ধরে ফেলে। ২০১৭ সালের প্রথম ত্রৈমাসিকে জিওনি ভারতের স্মার্টফোনের বাজারের ৪.৬ শতাংশ দখল করে জিওনি। পরের দুই ত্রিমাসিকে তার বাজারে কিছুটা পড়ে যায়।