জি এইট সম্মেলনে ঠান্ডা ঠান্ডা!
এবার জি এইট সম্মেলন বসছে আয়ারল্যান্ডের এন্নিসকিলন শহরে। সোমবার আসার কথা আট দেশের রাষ্ট্রপ্রধানের। যদিও তার আগেই সদলবলে এসে পড়েছেন তাঁরা। তবে সশরীরে নয়। আইসক্রিমের বিজ্ঞাপনে ছবি হয়ে, এখন থেকেই আসর জমিয়েছেন তাঁরা।
এবার জি এইট সম্মেলন বসছে আয়ারল্যান্ডের এন্নিসকিলন শহরে। সোমবার আসার কথা আট দেশের রাষ্ট্রপ্রধানের। যদিও তার আগেই সদলবলে এসে পড়েছেন তাঁরা। তবে সশরীরে নয়। আইসক্রিমের বিজ্ঞাপনে ছবি হয়ে, এখন থেকেই আসর জমিয়েছেন তাঁরা।
আয়ারল্যান্ডের এন্নিসকিলন শহরের এই আইসক্রিম পার্লারে ঢুকলে চোখে পড়বে এমনই নানা ছবি। বারাক ওবামা থেকে টনি ব্লেয়ার হয়ে অ্যাঞ্জেলা মর্কেল, কে নেই এখানে! এবার জি এইট সম্মেলন বসছে এন্নিসকিলন শহরে। সোমবারই চলে আসার কথা ভিভিআইপি রাষ্ট্রনায়কদের। তাঁদের কথা মাথায় রেখে তৈরি হয়েছে আইসক্রিম। রাষ্ট্রনায়কদের ইমেজকে ব্যবহার করে ব্র্যান্ডিংয়ের কাজটা কিন্তু মোটেই সহজ ছিল না।
এর জন্য ইন্টারনেট ঘেঁটে গবেষণা করতে হয়েছে আমাদের। কোন্ রাষ্ট্রনায়কের কী পছন্দ, তা স্টাডি করে দেখেছি আমরা। যেমন ওবামা। উনি টোস্টেড নাটস খেতে খুব ভালবাসেন। কাঠবাদাম তো উনার দারুণ প্রিয়। তাঁর কথা মাথায় রেখেই তৈরি হয়েছে নাটস ফর ওবামা। কিন্তু পুতিনের সম্পর্কে এধরনের কোনও তথ্য মেলেনি। তাই রাশিয়ার ভদকাকে ধরে আইসক্রিমের ব্র্যান্ডিং করা হয়েছে হোয়াইট রাশিয়ান জি এইট সম্মেলনের জন্য আট দেশের রাষ্ট্রপ্রধান শহরে যেখানে থাকবেন, তার অদূরেই রয়েছে এই আইসক্রিম পার্লার। পার্লারের কর্মীদের মনে এখন একটাই ইচ্ছে। অন্তত একবারের জন্য হলেও, আলোচনার ফাঁকে তাঁদের দোকানে আসুক রাষ্ট্রপ্রধানরা।