করোনা-যুদ্ধে জিতে ফ্রাঙ্কফুর্টে চলছে ডিজিটাল বইমেলা

ভিড় বাদ দিয়ে এ বার মেলা ভার্চুয়াল

Updated By: Oct 17, 2020, 05:07 PM IST
করোনা-যুদ্ধে জিতে ফ্রাঙ্কফুর্টে চলছে ডিজিটাল বইমেলা

নিজস্ব প্রতিবেদন: করোনা-সঙ্কটেও পিছোল না বইমেলা। আঙ্গিক বদলে নিয়ে সে দেশের সরকার আয়োজন করল ফ্রাঙ্কফুর্ট ডিজিটাল বইমেলা। ১৪ অক্টোবর শুরু হয়েছে মেলা, চলবে ১৮ অক্টোবর পর্যন্ত।

এ বছর অবশ্য লেখক-পাঠক মুখোমুখি দেখা হওয়ার কোনও সুযোগ থাকছে না। থাকছে না লেখক-প্রকাশক আলোচনার পরিসরও। এ বার মেলা হবে ভিড় বাদ দিয়ে। তা ছড়িয়ে যাবে ভার্চুয়ালি। 

গত বছর সাড়ে সাত হাজার মানুষ এসেছিলেন এই মেলায়। আগের বছর থেকেই মেলার একটা বড় অংশকে ডিজিটাল-আওতায় নিয়ে আসার চেষ্টা শুরু হয়েছিল। সেই চেষ্টাটাই এ বার মুখ রক্ষা করল। সমাজ মাধ্যমকে যথোপযুক্ত ভাবে ব্যবহার করা হচ্ছে মেলার আয়োজনে।

তবে অন্যান্য বারের মতো লেখক ও প্রকাশকদের পুরস্কার দেওয়ার ব্যবস্থা থাকছে। মেলা কর্তৃপক্ষ জানে, পুরস্কার পেলে লেখক ও প্রকাশনার পরিচিতি বাড়ে, লেখককে ভালো লিখতে উদ্বুদ্ধ করে৷ এ বছর 'জার্মান বুক প্রাইজ' এবং 'দ্য পিস প্রাইজ'ও দেওয়া হচ্ছে। মেলার শেষ দিনে সেন্ট পলস গির্জা থেকে এগুলির প্রাপকের নাম ঘোষণা করা হবে৷ অন্যান্য পুরস্কারগুলি দেওয়া হবে পরের সপ্তাহে৷

আরও পড়ুন:  মহম্মদের কার্টুন আঁকায় মুণ্ডচ্ছেদ ফ্রান্সে

.