France: মাক্রোঁর পতন! সকলকে বিস্মিত করে ছবির দেশে কবিতার দেশে কমিউনিস্টদের উত্থান...
France's Left-wing Alliance Set to Get Most Seats: বাম ও মধ্যপন্থীদের জোট কৌশলই কাজে দিয়েছে। আরএন নেতা জরদান বারদেলা ক্ষোভ প্রকাশ করে বলেন, তাঁদের জয় ঠেকাতে এক 'অস্বাভাবিক রাজনৈতিক জোট' তৈরি করা হয়েছে!
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: একদিকে সংকট। অন্যদিকে বিস্ময়! ফ্রান্সের পার্লামেন্ট নির্বাচনের প্রথম ধাপে এগিয়ে থাকা উগ্র ডানপন্থী দল ন্যাশনাল র্যালিকে (আরএন) দ্বিতীয় দফার নির্বাচনে ঠেকিয়ে দিল সেখানকার বামপন্থী জোট। আর তারপরই ঘোর সংকট সেখানে। আবার বামেদের উত্থান ঘিরে বিস্ময়েরও অন্ত নেই নানা মহলে!
আরও পড়ুন: Weather: বঙ্গোপসাগরে ঘনীভূত হচ্ছে ঘূর্ণাবর্ত, প্রবল দুর্যোগের পূর্বাভাস...
আনুষ্ঠানিক ফল ঘোষণায় দেখা গিয়েছে, বামপন্থী জোট নিউ পপুলার ফ্রন্ট (এনএফপি) নির্বাচনে জয়ী হয়েছে। প্রেসিডেন্ট এমানুয়েল মাক্রোঁর মধ্যপন্থী জোট এনসেম্বল দ্বিতীয় হয়েছে। আর উগ্র ডানপন্থী দল ন্যাশনাল র্যালির (আরএন) অবস্থান তৃতীয়। তবে তিন পক্ষের কেউই প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা পায়নি। আবার এই তিন পক্ষের একসঙ্গে কাজ করার ইতিহাসও নেই। এমন অবস্থায় ফ্রান্সে 'হাং' পার্লামেন্ট হওয়ার পথে।
প্রথম দফা ভোটের পর অভিবাসীদের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার প্রতিশ্রুতি দিয়ে নির্বাচনী প্রচার চালিয়ে আসা ন্যাশনাল র্যালিকে নিয়ে বিচলিত হয়ে পড়েন ফ্রান্সের উদার ও মধ্যপন্থীরা। তাই আরএনকে ঠেকাতে বামপন্থীদের জোট এনপিই ও মাক্রোঁর জোট টুগেদার অ্যালায়েন্সের মধ্যে আপস হয়। আরএনের বিরুদ্ধে পড়া ভোটগুলি যেন একজনই পান, সে জন্য এই দুই জোট মিলে দুই শতাধিক প্রার্থীকে ভোট থেকে সরিয়ে দেন। বাম ও মধ্যপন্থীদের এই কৌশলই কাজে দিয়েছে। আরএন নেতা জরদান বারদেলা তখনই ক্ষোভ প্রকাশ করে বলেছিলেন, তাঁদের জয় ঠেকাতে অস্বাভাবিক রাজনৈতিক জোট করা হয়েছে।
প্রেসিডেন্ট মাক্রোঁ গত ৯ জুন আগাম নির্বাচনের কথা ঘোষণা করার পর সোশ্যালিস্ট (সমাজতান্ত্রিক), পরিবেশবাদী, কমিউনিস্ট ও কট্টর বামপন্থী দল ফ্রান্স আনবোয়েড পার্টি (এলএফআই) মিলে এনএফপি জোট গঠন করে। এই দলগুলি আগে একে অপরের সমালোচনা করত। দলগুলির আদর্শ ও কর্মপদ্ধতির মধ্যে বিস্তর ব্যবধান। তবে কট্টর ডানপন্থীদের সরকার গঠনের সুযোগ না দেওয়ার জন্য দলগুলি মিলে এই নির্বাচনী জোট গঠন করে।
ফ্রান্সে সরকার গঠনের জন্য প্রয়োজন হয় ২৮৯টি আসন। ফ্রান্সের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্যানুযায়ী, বামপন্থী এনএফপি জোট ১৮২ আসন পেয়েছে। সে ক্ষেত্রে বাম জোটকে সরকার গঠন করতে হলে অন্যদের সমর্থন নিতে হবে। তাতে হাং পার্লামেন্ট গঠনের আশঙ্কাই বেশি।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)