চিনে পাওয়া গেল ১৩০০ বছরের গাছ

১৩০০ বছরের পুরনো গাছ পাওয়া গেল মধ্য চিনের হুনান প্রদেশে। এটি টেক্সাস চাইনিস গাছ। উদ্ভিদ বিশেষজ্ঞদের মতে এই গাছগুলো চিনে রয়েছে প্রায় ২৫ লক্ষ বছর ধরে।

Updated By: Nov 7, 2015, 10:09 AM IST
চিনে পাওয়া গেল ১৩০০ বছরের গাছ

ওয়েব ডেস্ক: ১৩০০ বছরের পুরনো গাছ পাওয়া গেল মধ্য চিনের হুনান প্রদেশে। এটি টেক্সাস চাইনিস গাছ। উদ্ভিদ বিশেষজ্ঞদের মতে এই গাছগুলো চিনে রয়েছে প্রায় ২৫ লক্ষ বছর ধরে।

যদিও এই গাছগুলি আকারে বড় হলেও, এর ফলের বীজ হয় কুম সংখ্যক। এবং সেই বীজ থেকে নতুন গাছ জন্মানোর হারও বেশ কম। তাই যত দিন যাচ্ছে, সংখ্যায় কমছে এই গাছের পরিমাণ।যদিও স্থানীয় বাসিন্দারা তাঁদের সাধ্যমতো পরিচর্যা করেন এই গাছগুলোর।

তবে, চলতি বছরে হুনান প্রদেশে গাছ গোনার সময়, পাওয়া যায় এই বিশেষ গাছটি। পরে বিশেষজ্ঞরা ভাল করে পরীক্ষা করে দেখে বলেন, যে এই বিশেষ গাছটির বয়স ১৩০০ বছরেরও বেশি।

.