অতীতের এই যৌনদাসী বর্তমানের শান্তিদূত!

তিনি একসময় ISIS জঙ্গীদের 'ভোগের পাত্র' ছিলেন। আজ সেই শিকল থেকে মুক্ত। আর মুক্ত বলেই এবার তিনি রাষ্ট্রসংঘের ডাগ্র ও ক্রাইম(UNODC)-এর মুখ হিসেবে উঠে এসেছেন। তাঁকে বিশ্ব সন্ত্রাসের বিরুদ্ধে প্রতিবাদের মুখ বলে সামনে এনেছে রাষ্ট্রসংঘ।

Updated By: Sep 17, 2016, 11:13 AM IST
অতীতের এই যৌনদাসী বর্তমানের শান্তিদূত!

ওয়েব ডেস্ক : তিনি একসময় ISIS জঙ্গীদের 'ভোগের পাত্র' ছিলেন। আজ সেই শিকল থেকে মুক্ত। আর মুক্ত বলেই এবার তিনি রাষ্ট্রসংঘের ডাগ্র ও ক্রাইম(UNODC)-এর মুখ হিসেবে উঠে এসেছেন। তাঁকে বিশ্ব সন্ত্রাসের বিরুদ্ধে প্রতিবাদের মুখ বলে সামনে এনেছে রাষ্ট্রসংঘ।

আরও পড়ুন- কন্ডোম না পেয়ে পলিব্যাগ ব্যবহার করল যুগল!

তিনি নাদিরা মুরাদ। ISIS-এর হাতে প্রায় ৩ মাস ধরে বন্দি ছিলেন। আর সেই সময় তাঁকে এক প্রকার নরক যন্ত্রণা ভোগ করতে হয়েছে। শুধু তাই নয় ওই সময় তিনি কয়েকবার হাত বদল হয়েছে। তিনি ছিলেন ISIS জঙ্গীদের যৌনদাসী।

প্রায় দু'বছর আগে ISIS-এর হাত থেকে পালিয়ে মুক্তি পান নাদিরা। আর তারপর থেকেই তাঁকে UNODC-র শান্তির দূত হিসেবে সামনে আনা হয়েছে। চলতি বছর নবেল শান্তি পুরষ্কারের জন্য তাঁর নাম তোলা হয়েছে।  

.